বিজ্ঞাপন

অভিযোগ ভিত্তিহীন, পারলে প্রমাণ দিক : পপি

February 6, 2019 | 2:05 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

হঠাৎ করেই সমালোচনার মুখে চিত্রনায়িকা পপি। না, অভিনয়ের জন্য এই সমালোচনা না। কোনো ছবি জন্যও না। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের করা একটি মন্তব্যের জের ধরেই সমালোচনার সূত্রপাত। গেলো সোমবার (৪ ফেব্রুয়ারি) এটিএন বাংলার কার্যালয়ে একটি নাটকের সংবাদ সম্মেলনে পপিকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন ড. মাহফুজ। যা মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

অভিযোগ, পপি নাকি তাকে মেকাপম্যান বলেছেন। আসলে কি ড.মাহফুজুর রহমানকে মেকাপম্যান বলেছেন পপি? জানতে চাওয়া হয় পপি’র কাছে। অভিযোগ উড়িয়ে দিলেন পপি।


আরও পড়ুন :  পারিবারিক সালমান!


‘এটা একদম ভিত্তিহীন কথা। আমি কোথায় কখন তাকে নিয়ে এমন মন্তব্য করেছি প্রমাণ দিক। তিনি একটি টেলিভিশন চ্যানেলের মালিক। তার সঙ্গে অনেক কাজ করেছি আমি। সেদিক থেকে তিনি আমার কাছে সম্মানের একজন মানুষ। আমি কখনো কারও সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করিনা। কেউ যদি আমার মনে কষ্টও দেয় তবুও আমি তাকে আক্রমণ করে কিছু বলিনা।’

বিজ্ঞাপন

পপি আরও বলেন, ‘ড.মাহফুজুর রহমানের শুভ বুদ্ধির উদয় হোক। তার উচিত নারীদের সম্মান করে কথা বলা। এভাবে কোনো নারীকে অপমানসূচক কথা বলতে পারেন না তিনি। যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, যে দেশের নারীরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন। সম্মানিত করছেন দেশকে। সেদেশের একজন জনপ্রিয় নায়িকাকে নিয়ে তার এমন মন্তব্য সত্যিই অপ্রত্যাশিত।’

সারাবাংলা/আরএসও/পিএম


আরও পড়ুন :

.   বিয়ে করছেন জেনিফার লরেন্স

.   পর্দা থেকে পলিটিক্সে…

.   শাহরুখ বললেন, অক্ষয়ের সঙ্গে অভিনয় অসম্ভব


বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন