শুক্রবার ২৭ এপ্রিল, ২০১৮ , ১৪ বৈশাখ, ১৪২৫, ৯ শাবান, ১৪৩৯
জানুয়ারি ১৪, ২০১৮ | ১২:৪৬ অপরাহ্ণ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মেহেরপুর
অস্ত্র মামলায় মেহেরপুরে গাংনী পৌর মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার সকাল ১১ টার দিকে সাব জজ আদালতের বিচারক তাজুল ইসলাম ঐ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২৭ মে বর্তমান মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনকে গুলি করতে যায় বর্তমান মেয়র আশরাফুল ইসলাম।
এ ঘটনায় পরে আশরাফুল ইসলাম বাড়ি অভিযান চালয় র্যাব ও পুলিশ। অভিযানে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি সহ আশরাফুল ইসলামকে আটক করা হয়। এরপর
অস্ত্র আইনে তার নামে মামলা করেন গাংনী র্যাব-৬ এর তৎকালীন এস.আই সিরাজুল মোস্তফা।
তবে বাদী পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল মতিন জানান, তারা ন্যায় বিচার পাননি। এজন্য উচ্চ আদালতে আপিল করবেন।
সারাবাংলা/ এসআরপি/ একে