বিজ্ঞাপন

আম জনতার মনের কথা ব্যাখ্যা করবে ম্যাংগো

October 11, 2018 | 10:26 pm

।। সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঢাকা: ফেসবুক, টুইটার বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মানুষের দেওয়া স্ট্যাটাস ও মতামত বিশ্লেষণ করে তাদের মনের কথা, পছন্দ-অপছন্দগুলো সম্পর্কে জানতে কাজ করছে ম্যাংগো প্ল্যাটফর্ম।

আম জনতার মনের খবর রাখার জন্য তৈরি প্লাটফর্মের নাম ‘ম্যাঙ্গো’ হবে এটাই অবধারিত মনে হলেও ব্যাপারটা একটু ভিন্ন। ‘মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড নেটওয়ার্ক এনালাইসিস ফর গুড গভার্নেন্স’ -এর সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাংগো’।

‘আমরা অনেক কিছু পছন্দ করি, আবার অপছন্দও করি। কেন পছন্দ বা অপছন্দ করি- প্রশ্নটা বেশ জটিল। আর উত্তরটাও হয়তো খুব সোজা-সাপটা নয়। কিন্তু আমরা কী পছন্দ করি একটু চেষ্টা করলে বোধ হয় তা বলতে পারব। আমরা যারা অনেক মানুষ নিয়ে কাজ করি, তাদের জন্য ‘কী পছন্দ’ এই প্রশ্নের উত্তরটাও কিন্তু অনেক বড় পাওয়া। বিশেষ করে যদি উত্তরটা প্রায় চাওয়া মাত্রই পাওয়া যায়। কী পছন্দ?—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যাত্রা শুরু ম্যাংগো প্ল্যাটফর্মের- জানিয়েছেন প্ল্যাটফর্মটির একজন উদ্যোক্তা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একটু ভেঙে বলতে গেলে যা হয়, আমরা যখন আমাদের পছন্দ বা অপছন্দের কথা বলি তা অধিকাংশ সময়ই ঠিক হ্যাঁ বা না এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। অনেক ঘুরিয়ে ফিরিয়ে, ইনিয়ে-বিনিয়ে বলি। আর যদি বাঙালিপনা পেয়ে বসে তো আমাদের বুক ফাটবে তো মুখ ফুটবে না। এই অবস্থায় সাধারণ মানুষের চিন্তা, পছন্দ-অপছন্দ বের করা খুব সহজ সাধ্য হয়ে ওঠে না আরেকজন বিজ্ঞ মানুষের জন্যও। কাজেই সেই ‘কী পছন্দ’-এর উত্তর যদি আবার চাওয়া মাত্র পেতে হয় তাহলে ব্যপারটা আরেকটু খতিয়ে দেখার প্রয়োজন, আর তা দেখতে গিয়েই মেশিন লার্নিং আরটিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড নেটওয়ার্ক এনালিসিস নির্ভর প্লাটফর্মটির (MANGO) জন্ম।’

ম্যাংগো- ফেসবুক, টুইটার কিংবা যেকোনো জায়গায় মানুষ যে মতামত দেয়, তার সঙ্গে যুক্ত হয়ে বের করে নিয়ে আসতে পারে মানুষ কী নিয়ে কথা বলছে, কী পছন্দ অথবা কী অপছন্দসহ আরও অনেক কিছু।

ম্যাংগো প্ল্যাটফর্ম বিশ্বাস করে, ‘এইসব তথ্য যখন হাতের কাছে থাকছে তখন তা আমাদের মানুষের জন্য ভালো কিছু করার সুযোগ বাড়িয়ে দেয় অনেকখানি। যখন আমরা জানি জনগণ কী চায় বা কী বলছে, কিংবা ভাঙা আঙুল নিয়ে খেলতে নামা তামিম ইকবালের প্রতি মানুষের অসীম ভালোবাসা যখন ছাপিয়ে যায় জয় বা পরাজয়কে তখন সারা দুনিয়ার যে যায় বলুক না কেন- আমরা জানি, মানুষ এখনও দেশ প্রেমকে সম্মান দেয়। আমরা ভালোকে ভালো বলতে জানি আর ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের জন্য এগিয়ে আসাকে সাদরে গ্রহণ করি। কী লাভ দেশের জন্য কাজ করে, বলে পালিয়ে যাওয়ার যুক্তিটা তখন আর ধোপে টেকে না।’

বিজ্ঞাপন

‘ছোট্ট একটা ক্রিকেট খেলার তথ্য বিশ্লেষণ থেকে যদি ব্যাপারটাকে একটু বড় পরিসরে দেখা যায় তাহলে হয়তো আরও ভালো কিছু বের হবে। যেমন ধরা যাক, উন্নয়নের ধারায় আমরা কোন দিকে যেতে চাই? সিলেটের মানুষ কি হাসপাতাল চায়? বিদ্যুৎ ঘাটতিতে এখনও অতিষ্ঠ? হয়তো আরেকটু এগিয়ে দেখা যেতে পারে জাতীয় নির্বাচন নিয়ে মানুষ কী ভাবছে। আর এই সবই যদি আমরা প্রতিনিয়ত জানতে পারি তাহলে সরকারের জন্য আর মানুষের জন্য যৌথভাবে সুশাসন প্রতিষ্ঠা করাটা খুব কঠিন হবে না।’

ম্যাংগোর ভবিষ্যৎ সম্পর্কে প্ল্যাটফর্মটির দাবি, যদি আমরা নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ে ম্যাংগো ব্যবহার করি, তাহলে সহজেই জানতে পারব মানুষ আমাদের পণ্য থেকে কী আশা করে, আর আমার প্রতিযোগী পণ্যের সঙ্গে আমাকে মানুষ কিভাবে দেখে। এই তথ্য হয়তোবা আমরা কিছুটা জানি আর কিছুটা ধারণা করতে পারি। ‘ম্যাংগো’ এখানে আমাদের প্রতিনিয়ত এই তথ্য দিয়ে সাহায্য করতে পারে, প্রতিযোগিতায় জয়ী হয়ে সামনে এগিয়ে যেতে আর মানুষের আরও কাছে গিয়ে হয়ে উঠতে পারে মানুষের পছন্দের ব্র্যান্ড।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা বলেন, ‘অল্প কিছুদিন হলো ‘ম্যাংগো’ নিয়ে আমাদের যাত্রা শুরু। আশা করি, মানুষের কথা শুনে এবং শুনিয়ে সামনে আমরা গড়ে তুলতে পারব নতুন বাংলাদেশ। যেখানে সকালে উঠে কেউ আর বলবে না- থাকবো না আর এই মরার দেশে, অথবা বলবে না- কী আর হবে এত কথা বলে, কে শুনবে? আপনারা বলুন, আমরা শুনছি এবং একদিন সবাই শুনবে।’

সারাবাংলা/এমআই/এটি

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন