বিজ্ঞাপন

আলোচনা নিরপেক্ষ ও দ্ব্যর্থহীন হয়েছে : ট্রাম্প

June 12, 2018 | 3:06 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ান নেতা কিম জং উনের সঙ্গে তার নিরপেক্ষ, দ্ব্যর্থহীন ও ফলপ্রসু আলোচনা হয়েছে।

মঙ্গলবার (১২ জুন) সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ান নেতা পারমাণবিক অস্ত্র ধ্বংস করলে যুক্তরাষ্ট্রও উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের যুদ্ধাবস্থা প্রত্যাহার করবে।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আলোচনার টেবিলে বসলেন।

আরও পড়ুন : ট্রাম্প-কিম বৈঠকের বিস্তারিত

ওই দিন দুই নেতা হ্যান্ডশেক করেন, একে অপরের সঙ্গে আলোচনা শেষে দুপুরের খাবার খান।

বিজ্ঞাপন

বৈঠকে সিদ্ধান্ত হয় দুদেশের নতুন সম্পর্কের পর একে অপরকে সহযোগিতা করবে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরাপত্তার নিশ্চয়তাও দিয়েছে।

অারও পড়ুন: কি আছে ট্রাম্প-কিমের যৌথ বিবৃতিতে?

উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তির পর ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া প্রকাশ্যে পারমাণবিক নিরস্ত্রী করণের প্রতিশ্রুতি দিয়েছে। যেটি আমাদের আলোচনার মূল বিষয় ছিল।

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র নানাভাবে নিরস্ত্রীকরণের চেষ্টার পর শেষ পর্যন্ত আলোচনায় বসতে সম্মত হয়। নতুন এ চুক্তির আওতায় উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে।

বিজ্ঞাপন

 

 সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন