বিজ্ঞাপন

‘আসামের কাউকে বাংলাদেশে পুশব্যাক করা হবে না’

August 9, 2018 | 11:25 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: আসামের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) থেকে বাদ পড়াদের নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কারণ নেই। নিবন্ধনে বাদ পড়লেও কাউকে বাংলাদেশে পুশব্যাক করা হবে না বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি ভারত সফরে গিয়ে কিরেন রিজিজুর সঙ্গে বৈঠক করেছেন এ নেতা।

নজিবুল বশর বলেন, ‘ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে বৈঠক হয়েছে। প্রতিমন্ত্রী আমাদের বলেছেন নিবন্ধনে বাদ পড়লেও বাংলাদেশে কাউকে পুশব্যাক করা হবে না।’

বিজ্ঞাপন

গত সোমবার ভারত সরকারের আমন্ত্রণে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে ভারতে যান ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিন সদস্যের সফরে পার্টির মহাসচিব রেজাউল হক ও যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভান্ডারি আছেন।

এছাড়াও গত মঙ্গলবার নয়াদিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের (ওআরএফ) এক বৈঠকে অংশ নেন তারা। নয়াদিল্লির রাউস অ্যাভিনিউয়ে ওআরএফের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ বৈঠক করেন তারা।

ওই বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ‘অনেক বিষয় নিয়ে আলাপ হয়েছে, এনআরসি থেকে বাদ পরা বাংলাদেশিদের পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও কথা হয়েছে। ১১ লাখ রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এর ওপর যদি আসাম থেকে ৪০ লাখ ফেরত পাঠান, তাহলে অবস্থা আরও খারাপ হবে। তখন তারা বলেন, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আসামের নাগরিক নিবন্ধন তৈরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। তা ছাড়া সবকিছু হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে।’

বিজ্ঞাপন

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবরের সঙ্গে সাক্ষাৎ আলাদা বৈঠক হয়েছে বলেও জানান নজিবুল বশর। ওই বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘এম জে আকবরকে আমি বলেছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে ভারত সক্রিয় না হলে ভবিষ্যতে বাংলাদেশের মতো ভারতকেও ভুগতে হবে।’

বাংলাদেশে জামায়াতে ইসলামের জঙ্গিবাদ তৎপরতা থাকার বিষয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সুফি আদর্শের। আমরা কট্টরবাদী ইসলামের বিরোধী, ধর্মীয় মৌলবাদের বিরোধী। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আমরা লড়াই করছি, এ কথা শুনে আমাদের সাধুবাদ জানিয়েছে ভারতের মন্ত্রীরা।’

ছয় দিনের এই সফর শেষে আগামী রোববার বিকালে তারা ঢাকায় ফিরবেন বলে দলের জানান যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুর বশর মাইজভান্ডারি।

সারাবাংলা/এনআর/এমও

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন