বিজ্ঞাপন

কন্ট্রোল রুমে দায়িত্বরত ৬ কর্মকর্তাকে সরিয়ে দিল নেপাল

March 13, 2018 | 5:05 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার সময় কন্ট্রোল রুমে দায়িত্বরত ৬ কর্মকর্তাকে সরিয়ে দিয়েছে নেপালের বিমান কতৃপক্ষ। নেপালের বেসামরিক বিমান কতৃপক্ষের উপপরিচালক রায়হান পোকহারেল-এর বরাত দিয়ে নেপালের গণমাধ্যম মাই রিপাবলিকা জানিয়েছে, দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এই ছয় জনকে মানসিক আঘাত প্রশমনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ২১১ বিমানটি।

মাই রিপাবলিকার ওই প্রতিবেদনে বলা হয়েছে- ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে অন্তত ৫০ যাত্রীর প্রাণহানি ঘটে।

বিজ্ঞাপন

 

পাওয়া গেছে ফ্লাইটের ডাটা রেকর্ড

বিজ্ঞাপন

দুর্ঘটনা কবলিত ফ্লাইট থেকে তদন্তকারী দল ওই ফ্লাইটের সমস্ত ডাটা রেকর্ড উদ্ধার করেছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম দ্য হিমালয়া।

সোমবারের ওই বিমান দুর্ঘটনার পর থেকে এয়ারলাইন্স এবং বিমানবন্দর কতৃপক্ষ একে অপরকে দোষারোপ করে আসছে।

এর আগেও ১৯৯২ সালে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়ে সেখানে ১৬৭ জনের প্রাণহানি ঘটে।

ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জেনালেন ম্যনেজার রাজকুমার ছেত্রি বলেন, ফ্লাইটের ডাটা রেকর্ডার সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধানও শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধানে ৬ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে নেপাল।

 

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন