বিজ্ঞাপন

কোটা আন্দোলনের ৩ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

April 16, 2018 | 2:25 pm

।।ঢাবি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই তিন নেতা হলেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরুল।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী সারাবাংলাকে সোমবার (১৬ এপ্রিল) দুপুরে বলেন, ‘এরকম তথ্য আমাদের কাছেও এসেছে। সেখানকার ক্যাম্প ইনচার্জের সঙ্গে আমাদের কথা হয়েছে।’

‘পুলিশ কাজ শুরু করেছে। আশেপাশের ভিডিও ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে। পুরো বিষয়টি জানতে আমাদের সময় লাগবে।’

বিজ্ঞাপন

পুলিশ তাদের আটক করল কি না জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘শাহবাগ থানা পুলিশ তাদের আটক বা গ্রেফতার করেনি।’

কোটা আন্দোলনের আরেক নেতা দীনি আমিন মোল্লা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ (১৬ এপ্রিল) তাদের সংবাদ সম্মেলন ছিল। সংবাদ সম্মেলন শেষে তারা চাঁনখারপুলে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন। এ সময় তিন-চারটি মোটরসাইকেল ও সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের তুলে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘ঘটনার সময় আমি পাশেই ছিলাম। ওই তিনজনকে তুলে নিয়ে যাওয়ার সময় তারা চিৎকারও করেছিল।’

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে আন্দোলন হয়ে আসছিল। গত রোববার (৮ এপ্রিল) আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিলে পুলিশ-আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। পরে সংঘাত ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলনের দুইদিনের মাথায় জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বাতিলের ঘোষণা দেন।

এদিকে সোমবার দুপুরে পৌনে ১২টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় অজ্ঞাতনামা শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা দুই দিনের মধ্যে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলনেরও হুমকিও দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন করায় আমাদের বিরুদ্ধে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভিত্তিহীন মামলা দিয়েছে। দাবি সত্ত্বেও তা প্রত্যাহার হয়নি। আগামী ২ দিনের মধ্যে সব মামলা প্রত্যাহার না হলে ছাত্রসমাজ আবার আন্দোলনে নামবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়েছেন। এটি সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীদের বিএনপি-জামায়াত বানানোর অপপ্রচারে নেমেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। দেশকে অস্থিতিশীল করতেই তারা এ চক্রান্ত করছে।’

সারাবাংলা/আরএম/ইউজে/একে

আরও পড়ুন

হলে ফিরছি, তবে ছাত্রদের পাশে আছি’
এবার ছাত্রীদের ওপর চড়াও ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে র‌্যাব
কার্জন হলেও দাঁড়াতে পারলেন না আন্দোলনকারীরা
আন্দোলন দমাতে পুলিশ-ছাত্রলীগ, ঢাবি ক্যাম্পাসে ভীতি-উত্তেজনা
পুলিশি হামলার প্রতিবাদে হল ছেড়ে রাস্তায় ঢাবি ছাত্রীরা
শাহবাগ থেকে আন্দোলনকারীরা ঢাবিতে, সংঘর্ষ চলছেই
কাঁদুনে গ্যাসে ছত্রভঙ্গ শাহবাগে আন্দোলনকারীরা
কোটা সংস্কার: মহাসড়কে আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলন
ঢাবিতে ছাত্রী হলে মারধরের অভিযোগ, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার
হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নিলেন ঢাবি ভিসি
বুধবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ সব বিশ্ববিদ্যালয়-কলেজ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন