বিজ্ঞাপন

ক্রিকেটার রুবেল এখন শঙ্কামুক্ত

March 27, 2019 | 1:11 pm

স্পোর্টস ডেস্ক

বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোশাররফ হোসেন রুবেলের ব্রেইন টিউমারের খবরটি দাগ কেটে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। ৩৭ বছর বয়সী বাঁহাতি এই ক্রিকেটারের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। টিউমারের অবস্থা বুঝতে বায়োপসি রিপোর্টের অপেক্ষায় ছিলেন রুবেল। পাওয়া গেছে সেই রিপোর্ট। রিপোর্টে জানা গেছে, রুবেল এখন শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

রিপোর্টে বলা হয়েছে, এটা ছিল মিডল গ্রেড টিউমার। শঙ্কামুক্ত হলেও পুরোপুরি সেরে উঠতে রুবেলকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হবে। আগামী শনিবার রুবেল দেশে ফিরবেন বলে জানা গেছে। এক মাস পর অবশ্য আবারো তাকে সিঙ্গাপুর যেতে হবে কেমোথেরাপি ও রেডিওথেরাপির জন্য।

যে মুহূর্তে রুবেলের ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে থাকার কথা, সে সময়ে তাকে ছুটতে হয়েছে হাসপাতাল-চিকিৎসকের কাছে। রুবেলের ব্রেইন টিউমার প্রাথমিক পর্যায়ে থাকায় চিকিৎসকেরা পরামর্শ দেন দ্রুত অস্ত্রোপচার করে ফেলতে। দেশের এই নিয়মিত পারফরমার অস্ত্রোপচারটা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসাপাতালে করিয়েছেন। সেখানে নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বিপিএলের ষষ্ঠ আসর চলাকালীন সময়েই মোশাররফ রুবেল অসুস্থতা অনুভব করলে বিসিবির মেডিকেল টিমের সাথে কথা বলেন। তখন তাকে কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে রাজধানীর এক হাসাপাতালে এমআরআই করে নিজের মস্তিষ্কে টিউমারের কথা জানতে পারেন রুবেল। চিকিৎসকেরা জানান, দ্রুত অস্ত্রোপচার করালে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি। উন্নত চিকিৎসার জন্য ১৪ মার্চ সিঙ্গাপুর চলে যান রুবেল।

বিজ্ঞাপন

১৯ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় (সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ৮টা) রুবেলের অস্ত্রোপচার হয়। পুরো অস্ত্রোপচার শেষ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টার মতো সময় লাগে। সফল অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই জ্ঞান ফেরে ৩৭ বছর বয়সী এ ক্রিকেটারের। তার স্ত্রী ফারহানা চৈতি বাংলাদেশের গণমাধ্যমকে সেটি নিশ্চিত করেন। অস্ত্রোপচার করা হলেও রুবেল শঙ্কামুক্ত কি না তখন সিদ্ধান্ত জানাতে পারেননি ডাক্তাররা। কারণ, বায়োপসি রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছিল না। বায়োপসি রিপোর্টে নেতিবাচক কিছু আসেনি। এ কারণে এখন শঙ্কামুক্ত তিনি।

প্রাথমিকভাবে জানা যায়, রুবেলের এই অস্ত্রোপচারে খরচ হচ্ছে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার মতো। তিন মাস পর আবার সিঙ্গাপুরে যেতে হবে তাকে। ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পাচ্ছেন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে কথা বলেছেন রুবেলের চিকিৎসার ব্যাপারে।

মোশাররফ রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি। ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ২০০৮ সালের ৯ মার্চ চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রুবেল ২০১৬ সালের ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্ম করা এই তারকা অলরাউন্ডার প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নিয়েছেন ৩৯২ উইকেট। ব্যাট হাতে দুটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান তার নামের পাশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন