রবিবার ২২ এপ্রিল, ২০১৮ , ৯ বৈশাখ, ১৪২৫, ৫ শাবান, ১৪৩৯
এপ্রিল ১৬, ২০১৮ | ৩:৩৯ অপরাহ্ণ
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও আরোগ্য কামনায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল করা হয়েছে।
সোমবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক এ দোয়া মাহফিল পরিচালনা করেন।
এ সময় খালেদা জিয়ার জীবনের সকল গুনাহ্ মাফ চেয়ে প্রার্থনা করা হয়। এছাড়া সারাদেশে আটক বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও সরকারের হেদায়েতের জন্যও দোয়া করা হয়।
মোনাজাত শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য প্রতিদিনই এতিমদের নিয়ে এই দোয়া মোনাজাত করা হবে।’ এ সময় বিএনপির অনেক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচবছরের কারাদণ্ড দেয় হয়। তখন থেকে রাজধানীর পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন।
সারাবাংলা/এসও/আইএ