বিজ্ঞাপন

ট্রাম্প-কিম বৈঠকের বিস্তারিত

June 12, 2018 | 12:56 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক বৈঠক শুরু করেছেন। মঙ্গলবার (১২ জুন) সকালে সিঙ্গাপুরের সানতোসা দ্বীপের এক বিলাসবহুল হোটেলে বৈঠকটি শুরু হয়। বৈঠকের প্রতি মিটিটের ঘটনা নিয়ে এ প্রতিবেদন…

 

০২:২২

বিজ্ঞাপন

ট্রাম্পের সংবাদ সম্মেলন

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন আমাদের এই শ্রমসাধ্য প্রচেষ্টার পর আমাদের দৃষ্টি আরও প্রসারিত হয়েছে।

বিজ্ঞাপন

 

০২:১৯

কিমের প্রশংসায় ট্রাম্প

প্রকৃত পরিবর্তন আসলেই সম্ভব উল্লেখ করে ট্রাম্প বলেছেন, চেয়ারম্যান কিংয়ের সঙ্গে আমার বৈঠক প্রকৃতপক্ষে সৎ, সোজাসুজি ও ফলপ্রসু হয়েছে।

বিজ্ঞাপন

 

০১:৩৪

পুরনো ঘটনা ভুলে যেতে চাই

আলোচনাতে সন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন দুজনেই।

 

০১:৩৩

বন্ধু রাষ্ট্রকে ব্রিফ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার টুইটারে এক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় পম্পেও তার বন্ধুরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলছেন।

 

০১:২৯

ট্রাম্প-কিমের খাবারদাবার

বৈঠকের পর তাদের খাবার দাবারের মেনুতে কোরিয়ানসহ বিভিন্ন ধরনের খাবার ছিল। তবে ট্রাম্প ও কিম কেউই কোরিয়ান খাবার খুব একটা খাননি।

 

০১:২৫

কিমের কলম প্রত্যাহার

সাংবাদিক মার্টিন উইালয়ামস বলেন, স্বাক্ষরের কিছুক্ষণ আগে কিম জং উনের বোন ইয়ো জং কিমের হাতে কলম তুলে দেন যাতে তিনি ট্রাম্পের কলম দিয়ে স্বাক্ষর না করেন।

০১:১৭

বৈঠক সম্প্রচার করছে না উত্তর কোরিয়ান টেলিভিশন

মঙ্গলবার সকালে যথারীতি উত্তর কোরিয়ান টেলিভিশন চ্যানেল তার সম্প্রচার শুরু করলেও ট্রাম্পের সঙ্গে কিম জং উনের বৈঠকের বিষয়ে কোনো কিছু প্রচার করছে না।

কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন (কেসিটিভি) সকাল থেকে কিমের উত্তর কোরিয়া সফরের বিভিন্ন নিউজ প্রচার করছে। আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে ট্রাম্প-কিমের প্রতিটি ঘটনা সরাসরি সম্প্রচার করছে।

 

০১:১০

কিম যেন পলিটিক্যাল রকস্টার

কোরিয়া বিশ্লেষক ও সম্পদক জেনি টাউন কিমের সিঙ্গাপুর রিসেপশন পর্যবেক্ষণ করে জানিয়েছেন এয়ার পোর্টে নামার পর কিম বহু হ্যান্ডশেক করেছেন ও সেলফি তুলেছেন।

এই সম্মেলন কিমের জন্য বিশাল জয় বলেও উল্লেখ করেছেন তিনি।

 

০১:০১

স্বাক্ষর যুদ্ধ

এই সম্মেলর প্রায় সব কিছুই পরীক্ষা করা হচ্ছে ক্ষুটিয়ে ক্ষুটিয়ে। উত্তরপূর্ব এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জন নিলসন দুই নেতার স্বারর পরীক্ষা করে দেখছেন সেখান থেকে কোনো সূত্র (ক্লু) পাওয়া যায় কিনা।

 

১২:৫১

চীনের অদ্বিতীয় ভূমিকার দাবি

বেইজিং থেকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সুষম দ্বিপাক্ষীক আলোচনা হয়েছে। চীন যেটা চেয়েছিলো আসলে সেটাই ঘটছে বলেও দাবি করেন তিনি। এ ছাড়া তিনি আর দাবি করেন, চীনের অদ্বিতীয় ভূমিকার ব্যাপারে কারও সন্দেহ থাকার কথা নয়।

 

১২:৪৫

যৌথ চুক্তির কপি

 

১২: ৪৩

দুজনে মিলে কিছু একটা করতে চাই

উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ডোনাল্ড ট্রাম্প আলোচনাকে ‘কম্প্রিহেনসিভ’ বলে উল্লেখ করছেন।

তিনি বলেন, ‘আজকে যা ঘটেছে তার জন্য আমি খুব আনন্দিত।’

‘আমরা দুজনে মিলে কিছু একটা করতে চাই, দুজনে মিলে কিছু একটা করছিও।’ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

 

১২:৩৭

চার দফা ঘোষণা

ট্রাম্প-কিম বৈঠক থেকে চারটি দফা নিয়ে আলোচনা হয়েছে

* দুদেশের জনগণের শান্তি ও সংহতির ব্যাপারে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ান নেতাদের মধ্যে তাদের নতুন সম্পর্কের  ব্যাপারে    আলোচনা হয়েছে।

* কোরিয় উপদ্বীপে শান্তির ব্যাপারে তারা এক সঙ্গে কাজ করবে।

* ২৭ এপ্রিল ২০১৮ সালের ঘোষণা অনুযায়ী উত্তর কোরিয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রী করণ সম্পন্ন করবে।

* যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধবন্দীদের বিনিময় করবে।

অনেক আশার ঝুলি নিয়ে শুরু ট্রাম্প-কিমের বৈঠক

১২:৩১

কিমের পারমাণবিক নিরস্ত্রীকরণের ঘোষণা

এএফপি ও অন্যান্য সূত্রে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সমগ্র কোরিয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রী করণের ব্যাপারে িএকমন হয়েছেন।

 

১২:২১

উত্তর কোরিয়ার মিডিয়া যেভাবে প্রচার করছে

সংবাদমাধ্যম বিবিসি উত্তর কোরিয়ার অন্যতম বার্তা সংস্থা রদোং সিনমুন অনুসরণ করে জানিয়েছে, সংবাদমাধ্যমটি কিমের বৈঠকের আগের একাধিক ছবি প্রকাশ করেছে।

 

যেখানে দক্ষিণ কোরিয়ার টেলিভিশনগুলো তাদের নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে।

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন