বিজ্ঞাপন

ডুবতে থাকা রিয়ালকে বাঁচাতে ফিরলেন জিদান

March 11, 2019 | 11:55 pm

।। স্পোর্টস ডেস্ক।।
এই তো গেল বছরের মে মাসের শেষ দিন বিদায় বলেছিলেন রিয়াল মাদ্রিদকে। কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় ‘নির্বাসনে গিয়েও শান্তিতে থাকতে পারেন নি জিনেদিন জিদান। ঘড়ির কাটা নয় মাস ঘুরতে না ঘুরতেই ফের ডাক পেলেন। দুর্দাশা থেকে টেনে তুলতে হবে লস ব্লাঙ্কোসদের।

এই বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ তারকা মাদ্রিদ জায়ান্টদের তিনটি টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে বিদায় নেয়ার পর যেন দুর্দশা পিছুই ছাড়ছে না। সম্ভাব্য সবগুলো ট্রফিই হাতছাড়া হয়েছে হোয়াইটদের। এমন পর্যায়ে অন্তর্বর্তীকালীন কোচ সোলারি যে থাকছেন না সেটা আগেই বোঝা যাচ্ছিল। গুঞ্জনও ওঠে জিদানকে দলে ফেরানোর বিষয় নিয়ে।

বিজ্ঞাপন

অবশেষে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে জিদানকে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় চুক্তিপত্রে সাক্ষর করেছেন বলেও জানিয়েছে তারা।

তবে, সোলারিকে বিশেষ শর্তে দলের সঙ্গে রাখতে চায় রিয়াল মাদ্রিদ।

দলের চরম দুর্দশায় কোচ হিসেবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ছিলেন জিদানই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, জুভেন্টাস হতে শুরু করে অনেক ক্লাবের গুঞ্জনই চলছিল তার নতুন ঠিকানা হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত বেশ বড় চমক দিয়ে রিয়ালেই ফিরছেন জিদান। এমনকি আগামীকাল থেকেই দলকে অনুশীলন করাবেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। এদিন পেরেজের সঙ্গে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বলেই জানিয়েছে স্প্যানিশ টেলিভিশনটি। আর তাদের দাবী সত্যি হলে রিয়ালকে লা লিগার শীর্ষ চারে রেখে মৌসুম শেষ করাই হবে তার প্রথম দায়িত্ব। ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তবে পঞ্চম স্থানে থাকা আলাভেসের এখনও তারা এগিয়ে আছে ১০ পয়েন্টে।

রিয়াল মাদ্রিদের সাবেক ম্যানেজার রাফা বেনিটেজ বরখাস্ত হওয়ার পর ২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের কোচের দায়িত্ব নেন জিদান। রিয়ালের দায়িত্ব নেয়ার পর তিন মৌসুমেই ক্লাবের সফলতা ধরে রেখেছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা সহ একটি স্প্যানিশ লা লিগা, একটি স্প্যানিশ সুপার কাপ, দুটি উয়েফা সুপার কাপ ছাড়াও দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতিয়েছেন এই কোচ। তার অধীনে তিন মৌসুমে সবমিলিয়ে ১৪৯ টি ম্যাচের মধ্যে ১০৪ টিতেই জয় পায় রিয়াল। দারুণ সফল যাত্রা শেষে গত ৩১ মে সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের কথা জানিয়েছিলেন জিদান।

অথচ রিয়ালের কোচ হওয়ার দৌড়ে সাম্প্রতিক সময়ে হোসে মরিনহোর ফিরে আসা নিয়েই গুঞ্জন ছিল বেশি। এছাড়াও সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের ইতালিয়ান কোচ ম্যালিমিলিয়ানো অ্যালেগ্রির নামও উচ্চারিত হচ্ছিলে জোরেশোরে। ইংলিশ লিগের আরও তিন কোচের নামও ছিল। আর্সেনালের ফরাসী কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গে টটেনহ্যাম হটস্পারের আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো ও চেলসির ইতালিয়ান কোচ এন্টোনিও কন্তের নামও উঠেছিল শুরুতে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন