বিজ্ঞাপন

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি

August 15, 2018 | 11:07 am

।। ঢাবি করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে আঁকা বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদ এ প্রতিকৃতি এঁকেছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টায় এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, চিত্রশিল্পী হাশেম খান ও শাহাবুদ্দিন আহমেদ।

প্রতিকৃতিটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ৩৪ ফুট। প্রতিকৃতিটির পাশে লেখা রয়েছে ‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বাংলাদেশ চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী সাংবাদিকদের জানান, বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তারা ৪৩ ফুট দৈর্ঘ্যের এই প্রতিকৃতি এঁকেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ ছবি। সারাবিশ্বের বিখ্যাত ছবিগুলোর মধ্যে এটি স্থান করে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/কেকে/এএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন