বিজ্ঞাপন

তারেককে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ক্রোধের প্রকাশ

April 22, 2018 | 2:51 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য ‘চরম ক্রোধ’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।

রোববার (২২ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন।

এর আগে শনিবার (২১ এপ্রিল) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যেভাবেই হোক তারেক রহমানকে দেশে ফিরিয়ে নেব। তাকে ফেরত নিতে আমরা চেষ্টা চালাচ্ছি। যেভাবেই হোক তাকে ফেরত নেব এবং বিচারের মুখোমুখি করব।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বক্তব্য চরম ক্রোধ ও হিংসার বিহঃপ্রকাশ। প্রধানমন্ত্রীর হৃদয়ে যেন প্রতিহিংসার আগুন অনির্বাণ। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রেখেও প্রতিহিংসার ঝাল মেটেনি। তিনি জিয়া পরিবারকে ধ্বংস করতে মরিয়া।’

‘জিয়া পরিবারকে ধ্বংস করতে পারলে তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিলাষ পূর্ণ হয়। কিন্তু এই জিঘাংসা একটি প্রতিবন্ধী সরকারেরই লক্ষণ’— বলেন রিজভী।

তিনি বলেন, ‘গতকাল মার্কিন স্টেটডিপার্টমেন্ট’র প্রতিবেদনে বাংলাদেশে মানবাধিকার লংঘনের ঘটনা প্রকাশ হয়েছে। প্রতিবেদনে গত এক বছরের খুন, গুম, বিচারবহির্ভূত হত্যা, গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করা,  খেয়াল খুশি মতো আটক করে নির্যাতন করা, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করা হয়েছে।’

বিজ্ঞাপন

‘এভাবে বিশ্বব্যাপী সরকারের বিরুদ্ধে যে আওয়াজ উঠেছে, সেটাকে আড়াল করতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করা হয়েছে। তাকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী কাণ্ডজ্ঞানহীন ও হিংসাত্মক আক্রমণ করছেন’— বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, ‘বিএনপির চেয়ারপারসনকে কারা নির্যাতনের মধ্যে রেখে এখন তার পুত্র তারেক রহমানকে হাতের মুঠোয় আনতে প্রধানমন্ত্রী ছুটছেন দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে। তবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। জনগণের শক্তির কাছে কোনো দুঃশাসনই টেকে না। প্রতিবাদী চেহারা নিয়ে জনগণ রাস্তায় নামছে। বিদেশি প্রভু নির্ভর সরকার জনগণের শক্তির কাছে পরাজিত হবেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/টিএম

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন