বিজ্ঞাপন

নিউইয়র্ক হামলায় বাংলাদেশি আকায়েদ দোষী সাব্যস্ত

November 7, 2018 | 11:46 am

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলার ঘটনায় বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহকে (২৮) দোষী সাব্যস্ত করেছে ম্যানহাটন ফেডারেল কোর্ট। মঙ্গলবার (৬ নভেম্বর) আদালত জানায়, আকায়েদের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগই প্রমাণিত হয়েছে। রায়ে আকায়েদ উল্লাহর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। খবর রয়টার্স।

সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটকে সমর্থন ও গণ-বিধ্বংসী অস্ত্র ব্যবহারের দায়ে আকায়েদকে আদালত অভিযুক্ত করে।  আকায়েদের আইনজীবী আদালতের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, ইসলামিক স্টেটকে সমর্থন নয় আকায়েদ আত্মহত্যা করতে চেয়েছিলো।

আরও পড়ুন: সিনেটে রিপাবলিকান ও নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের আধিপত্য

বিজ্ঞাপন

উল্লেখ্য, ম্যানহাটনের সাবওয়েতে আকায়েদ ঘরে তৈরি বোমার বিস্ফোরণ ঘটান। এতে কারো হতাহতের ঘটনা না ঘটলেও তিনজন আহত হয়েছিলেন।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন