বিজ্ঞাপন

‘নির্বাচন বানচালের চেষ্টা বিএনপির, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা’

November 14, 2018 | 4:30 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা:  রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নাশকতার ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। নাশকতা করে বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।

বুধবার (১৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন। এসময় তিনি সাংবাদিকদের জানান, দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।

                  আরও পড়ুন : বিএনপি অফিসের সামনে গুলি, গাড়িতে আগুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নয়াপল্টনে পুলিশ আগ বাড়িয়ে কিছু করেনি। যানবাহনকে স্বাভাবিকভাবে চলতে দেয়ার চেষ্টা করেছে,পরিকল্পিত ভাবে নাশকতা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে।

                আরও পড়ুন : নয়াপল্টনে সংঘর্ষ: আগুন, গুলি, টিয়ারশেল, ভাঙচুর, লাঠিচার্জ (ছবি)

তিনি বলেন বিএনপির হামলায় ১৩ পুলিশ সদস্য ও ৩ আনসার সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তারা ২টি পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র বিক্রির  তৃতীয় দিনে বুধবার বেলা একটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা পুলিশের টহল গাড়ি ও একটি মাইক্রোবাসে আগুন জ্বালিয়ে দেয়। সংঘর্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়।

সারাবাংলা/এইচএ/জেডএফ 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন