বিজ্ঞাপন

নৌকার জন্য কাজ করুন, ভুল থাকলে ক্ষমা চাই: হাছিনা গাজী

November 8, 2018 | 4:42 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ:  তৃণমূলের দ্বন্দ্ব নিরসনের গুরুত্বারোপ করে রূপগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘নেতাকর্মীদের অনেকেই আমাকে মা ডেকেছেন, বোন ডেকেছেন, মেয়ে ডেকেছেন। আপনাদের মেয়ে, বোন মা হিসেবে আমি আহ্বান জানাই আসুন দেশের জন্য সবাই একসঙ্গে কাজ করি।’

রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

এমপিপত্নী হাছিনা গাজী বলেন, ‘আসুন আমরা নৌকার জন্য কাজ করি। প্রধানমন্ত্রীর জন্য কাজ করব। ভুলত্রুটি মানুষের হয়। কোনো ভুল থাকলে, গাজী সাহেবের কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা করবেন।’

বিজ্ঞাপন

তারাবা পৌর মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা ভালো থাকো, ভালো থাকো। প্রধানমন্ত্রী চান লেখাপড়া করে সবাই দেশের উন্নতি করুক। আপনারা গাজীর জন্য দোয়া করবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সবাই নৌকার সৈনিক। প্রধানমন্ত্রী দারিদ্র্যমুক্ত-ক্ষুধামুক্ত দেশ গড়েছেন। ধাপে ধাপে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামীতে নৌকা মার্কায় ভোট দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বিকেল সাড়ে ৩টায় গোলাম দস্তগীর গাজীর সমাবেশ শুরু হয়।

এতে উপস্থিত আছেন জনসভায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখবেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, জেলা পরিষদের সদস্য শ্রী শীলা রাণী পাল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, তারাব পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজি মোফাজ্জল হোসেন ভুঁইয়া, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হোসেন খান, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুল ইসলাম, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.হাসান আশকারী, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি হাজি মোহাম্মদ বেলায়েত হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছসহ অন্যান্যরা।

সারাবাংলা/এসজে/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

গোলাম দস্তগীরের জনসভা, কানায় কানায় পূর্ণ মুড়াপাড়া কলেজ মাঠ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন