বিজ্ঞাপন

প্রভাত ফেরিতে ফুলেল শ্রদ্ধা, সারি সারি মানুষ

February 21, 2018 | 7:19 am

আসাদ জামান, স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

শহীদ মিনার থেকে: ভোরের পাখি সবে মাত্র ডাকতে শুরু করেছে। কাকের কাকা, নাম না জানা পাখিদের কিচির মিচির শব্দ কানে পৌঁছানোর আগেই পলাশী মোড় হয়ে সাদা অ্যাপ্রোন পরা কয়েক শ’ নার্স ফুলের তোড়া নিয়ে হাজির কেন্দ্রীয় শহীদ মিনারে।

রাত ৩টার দিকে প্রথম প্রহরের ফুল দিতে এসেছিল নার্সদের এই দলটিই! ভোর ৫টায় আবার তারা হাজির প্রভাত ফেরির মিছিলে।

বিজ্ঞাপন

এরপর ভোর সাড়ে ৫টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনাররা প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ মিনার অভিমুখে প্রভাত ফেরির মিছিলে এরা ছিলেন দ্বিতীয় দল।

শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকের কে এম নুরুল হুদা বলেন, পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে আশার কথা হলো নিম্ন আদালতের বিচারকরা বাংলায় রায় লিখতে শুরু করেছেন। উচ্চ আদালতের কোনো কোনো বিচারপতি বাংলায় রায় লিখেছেন। নির্বাচন কমিশন আরপিও বাংলায় লেখার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

সদলবলে প্রধান নির্বাচন কমিশনার প্রভাত ফেরিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চলে যাওয়ার পর ভোর পোনে ৬টা থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে।

একে একে বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, বাংলাদেশ আওয়ামী বাস্তুহারা লীগ, ইনস্টিটিউশান অব ডিজাস্টার ম্যানেজমেন্ট বাংলাদেশ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদফতর, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় মানবাধিকার কমিশন, উদায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কবি সুফিয়া কামাল হলের পক্ষ থেকে প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

এদের মধ্যে বেশিরভাগ সংগঠনই একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে গেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে আবার এসেছে প্রভাত ফেরিতে ফুল দিতে।

সারাবাংলা/এজেড/এটি

প্রথম প্রহরের ফুলে প্রভাত ফেরির আগেই গরবিনী মানচিত্র

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন