বিজ্ঞাপন

‘বাংলাদেশে থেকে তেলেগু ছবিতে ফোকাস রাখব’

January 31, 2019 | 5:22 pm

।। রেজওয়ান সিদ্দিকী অর্ণ, স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ভাইবারে মেঘলা মুক্তাকে মেসেজ করা হলো কয়েকবার। কোন প্রতিউত্তর পাওয়া গেল না। শুরু হলো অপেক্ষা। কিছু সময় পর অপেক্ষার পালা শেষ হলো। বেজে উঠল ভাইবার টোন। রিসিভ করতেই ওপাশ থেকে মেঘলার বিনয়ী কণ্ঠে দুঃখপ্রকাশ। বললেন, ‘সরি, প্রচারণায় কিছুটা ব্যস্ত ছিলাম। তাই রেসপন্স করতে পারিনি।’

বাংলার মেয়ে মেঘলা তেলেগু জয়ের পথে। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি তেলেগু ছবিতে অভিনয় করেছেন। ছবির নাম ‘সাকালাকালা ভাল্লাভুডু’, বাংলায় যার ভাবগত অর্থ ‘যে সব পারে’ বা ‘অলরাউন্ডার’ জানালেন মেঘলাই। আর এই ছবির প্রচারণাতেই দম ফেলানোর ফুসরত নেই তার। তেলেগু ছবিতে অভিনয় মেঘলার জন্য নতুন এক অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতা যেন ভালোলাগার র‌্যাপিং পেপারে মোড়ানো আছে মেঘলার কাছে।


আরও পড়ুন :  অন্তর্জালে প্রকাশ হলো ফাগুন হাওয়ার গান


মেঘলা ভালোলাগাকে প্রকাশ করলেন এভাবে, ‘তেলেগু ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য অনেক আনন্দের। এখানে প্রচারণায় খুব সময় দিচ্ছি। সবখান থেকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমি ভাবতে পারিনি এতোটা ভালোবাসা দেবে এখানকার মানুষ।’

বিজ্ঞাপন

নিজের অভিনীত চরিত্রটির ঘাড়েও নিশ্বাস ফেললেন বাংলার এই অভিনেত্রী। জানালেন,‘আমার চরিত্রের নাম চিত্রা। চিত্রার জীবনের একটা ঘটনা ঘটে। যার পর তাকে জোরপূর্বক তার নিজের এলাকা থেকে অন্য এলাকায় যেতে বাধ্য করা হয়। সেখানে পরিচয় হয় নায়কের সাথে। নায়ক আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাটি জানতে পারে। এভাবেই এগিয়ে যাবে ছবির কাহিনী।’

‘সাকালাকালা ভাল্লাভুডু’ ছবির পোস্টার

বাংলা যে মেয়ের মাতৃভাষা তিনি তেলেগুর মতো জটিল ভাষা কিভাবে রপ্ত করলেন? উত্তরে মেঘলা বলেন, ‘তেলেগু জটিল একটি ভাষা। চায়না ভাষার পর দ্বিতীয় কঠিন ভাষা তেলেগু। শুটিংয়ের আগের রাতে আমাকে আমার সংলাপ বুঝিয়ে দেয়া হতো। উচ্চারণ শিখিয়ে দিতো। আমি ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্ত করে রাখতাম। যেন শটের সময় কোন বিব্রতরকর পরিস্থিতিতে পড়তে না হয়। এমনকি সেটে যাওয়ার পর আমার সহ-শিল্পীরা প্রথমে রিহার্সেল করে নিতেন। খুব বেশি টেক নিতে হয়নি। সর্বোচ্চ চারবার টেক নিতে হয়েছে।’

বাংলাদেশে মেঘলা মুক্তা খুব বেশি চলচ্চিত্রে অভিনয় করেননি। কয়েকটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। নিজ দেশ মূল্যায়ন করেনি বলে মেঘলার ক্ষোভ রয়েছে। তিনি মনে করেন চাইলে তাকে দিয়ে দেশের পরিচালকরা  ভালো ছবি নির্মাণ করতে পারতেন। তবে তার বিশ্বাস বাংলাদেশের ভালো ভালো চলচ্চিত্রে তিনি অভিনয় করবেন একসময়।

বিজ্ঞাপন

মেঘলার সামনে তেলেগু জয়ের হাতছানি

তেলেগু ইন্ডাস্ট্রিতে মেঘলা বাংলাদেশের নায়িকা হিসেবেই নিজেকে পরিচিত করছেন। সেখানকার সংবাদ মাধ্যমগুলোও বাংলাদেশের নায়িকা বলেই উল্লেখ করেছে মেঘলাকে। এ বিষয়ে মেঘলার ভাষ্য, ‌‌‌‘আমি মনেপ্রাণে বাংলাদেশি। এখানে আমি নিজেকে বাংলাদেশি হিসেবেই পরিচয় দিচ্ছি। সংবাদ সম্মেলনে বারবার একথাই বলছি যে, আমি বাংলাদেশ থেকে এসেছি। সবাই যেন আমার পাশে থাকেন।’

তামিল ইন্ডাস্ট্রিতে থিতু হবেন কিনা জানতে চাইলে এক গাল হেসে মেঘলা বলেন, ‌‘একদম থেকে যাওয়ার কোনো প্রশ্নই আসেনা। তবে এখানকার বেশকিছু ছবিতে অভিনয় করব আরও। কথাবার্তাও চলছে। অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমার পরিকল্পনা হলো, বাংলাদেশে থেকে তেলেগু ছবিতে ফোকাস রাখব।’

‘সাকালাকালা ভাল্লাভুডু’ আগামী ১ ফ্রেব্রুয়ারি প্রায় ১৬৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন শিবা গণেশ। এতে মেঘলার নায়ক তানিশক রেড্ডি।

সারাবাংলা/আরএসও/পিএ

বিজ্ঞাপন

আরও পড়ুন :

.   লোক নাট্যদলের নতুন নাটক ‘আমরা তিনজন’

.   ‘বিটলস’ নিয়ে সিনেমা বানাচ্ছেন পিটার জ্যাকসন

.   মা হলেন বিয়েতে অনাগ্রহী একতা কাপুর!

.   ‘ভারত’ ছিল ক্যাটরিনার চ্যালেঞ্জ

.   হিরানির ‘যৌন হয়রানির’ বিষয়ে মুখ খুললেন সোনম


Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন