বিজ্ঞাপন

বাফটায় সর্বোচ্চ পুরস্কার ‘দ্য ফেভারিট’র ঘরে

February 11, 2019 | 6:46 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস সংক্ষেপে বাফটা। মর্যাদা পূর্ণ এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের ৭২ তম আসরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সময় ১১ ফেব্রুয়ারি সকালে। এবারের আসরে বারোটি মনোনয়নের মধ্যে সাতটিতেই পুরস্কার তুলে নিয়েছে ‘দ্য ফেভারিট’। দ্বিতীয় সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘রোমা’। আর বোহেমিয়ান র‌্যাপসোডি পুরস্কার পেয়েছে দুটি বিভাগে। ২৫টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার।

বিজয়ীরা হলেন:

সেরা চলচ্চিত্র– রোমা

বিজ্ঞাপন

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ সিনেমা– দ্য ফেভারিট

সেরা অভিনেতা– রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)

সেরা অভিনেত্রী– অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

বিজ্ঞাপন

সেরা পার্শ্ব অভিনেতা– মাহেরশালা আলি (গ্রিন বুক)

সেরা পার্শ্ব অভিনেত্রী– র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)

সেরা পরিচালক– আলফনসো কুয়ারন (রোমা)

সেরা রাইজিং স্টার অ্যাওয়ার্ড (দর্শক ভোটে)– লেটিটিয়া রাইট (ব্ল্যাক প্যান্থার)

বিজ্ঞাপন

সেরা বিদেশি ভাষার ছবি– রোমা (মেক্সিকো)

সেরা প্রামাণ্যচিত্র– ফ্রি সলো

সেরা অ্যানিমেটেড ছবি– স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স

সেরা মৌলিক চিত্রনাট্য– দ্য ফেভারিট

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য– ব্ল্যাকক্ল্যান্সম্যান

সেরা মৌলিক সুর– আ স্টার ইজ বর্ন

সেরা চিত্রগ্রহণ– রোমা

সেরা পোশাক পরিকল্পনা– দ্য ফেভারিট

সেরা সম্পাদনা– ভাইস

সেরা শিল্প নির্দেশনা– দ্য ফেভারিট

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা– দ্য ফেভারিট

সেরা শব্দসজ্জা– বোহেমিয়ান র‌্যাপসোডি

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস– ব্ল্যাক প্যান্থার

সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র– সেভেনটি থ্রি কাউস

সেরা ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন– রাফ হাউস

চলচ্চিত্র নির্মাণে অসামান্য অবদান– এলিজাবেথ কার্লসেন ও স্টিফেন উলি

বাফটা ফেলোশিপ– থেলমা স্কুনমেকার

সারাবাংলা/পিএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন