বিজ্ঞাপন

বিরোধী দলে থাকতে চায় জাপা, চায় মন্ত্রিত্বও

January 2, 2019 | 1:11 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির (জাপা) ভূমিকা কী হবে, তা নিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যরা বৈঠকে বসেছেন। বৈঠকে উপস্থিত নেতারা চান, দশম সংসদের মতোই এবারও বিরোধী দলের ভূমিকায় থাকুক জাপা। একইসঙ্গে কয়েকজন দলীয় সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবেও দেখতে চান তারা। তবে, সংসদে বিরোধী দলের মর্যাদা পেলে এবার বিরোধী দলীয় নেতা হিসেবে নতুন মুখ দেখা যেতে পারে বলেও বৈঠক সূত্রে আভাস পাওয়া গেছে।

বুধবার (২ জানুয়ারি) দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রেসিডিয়াম সদস্যদের প্রথম বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।

বৈঠক সূত্রে জানা গেছে, একাদশ সংসদে জাতীয় পার্টির ভূমিকা কী হবে, সেটিই এই বৈঠকের মুখ্য বিষয়। সেক্ষেত্রে দশম সংসদের মতো এই সংসদেও বিরোধী দলের মর্যাদা পাওয়ার পক্ষে বেশিরভাগ জাপা প্রেসিডিয়াম সদস্য মত দিয়েছেন। পাশাপাশি মহাজোটের অংশ হিসেবে সরকারের কাছে দলের জন্য পাঁচ থেকে ছয়টি মন্ত্রণালয়ও চাওয়ার পক্ষেও প্রেসিডিয়াম সদস্যরা।

বিজ্ঞাপন

বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রী ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যসহ রাষ্ট্রীয় বিশেষ পদ কতটি পাওয়া যাবে, তা নিয়েই বৈঠকে চলছে আলোচনা। অন্যদিকে, দশম সংসদে রওশন এরশাদ বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করলেও এবারে এ দায়িত্বে আসতে পারেন দলের কো-চেয়ারম্যান জি এম কাদের। বিশেষ করে নতুন বছরের প্রথম দিন দলের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তিতে তার অবর্তমানে জি এম কাদেরকে চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়ায় তাকে সংসদে জাতীয় পার্টির নেতৃত্বের আসনে দেখার পক্ষে  দলের প্রেসিডিয়াম সদস্যরা।

 জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাঁ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি, কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মজিবুল হক চুন্নু, শফিকুল ইসলাম সেন্টু, সালমা ইসলামসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা এই প্রেসিডিয়াম বৈঠকে উপস্থিত রয়েছেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। বিএনপিসহ বেশকিছু বিরোধী দলের বয়কট করা ওই নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ পেয়েছিল ২৩৪ আসন, জাতীয় পার্টি পেয়েছিল ৩৪ আসন। মহাজোটে থেকেও সংসদে বিরোধী দলের মর্যাদা পায় জাপা। বিরোধী দলীয় নেতা ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। তবে বিরোধী দলে থাকলেও বেশ কয়েকটি মন্ত্রণালয়ে পূর্ণ ও প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জাপার সংসদ সদস্যরা।

বিজ্ঞাপন

এবারে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নেয় জাপা। তবে জোট থেকে বরাদ্দ পাওয়া আসনের বাইরে উন্মুক্তভাবেও জাপার শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে জোটের ২১টি আসন থেকে জয় পান জাপার সংসদ সদস্যরা। এর বাইরে মাত্র একজন জিতে এসেছেন নির্বাচনে। সব মিলিয়ে দলটি এবারের নির্বাচনে আসন পেয়েছে ২২টি।

সারাবাংলা/ইউজে/টিআর/এমএনএইচ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন