বিজ্ঞাপন

‘মাই নেইবর টটোরো’ দেখবে চীন

November 13, 2018 | 12:22 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

হায়াও মিয়াজাকি বিশ্বখ্যাত এনিমেশন পরিচালক‌। এনিমেশন স্টুডিও জিবলির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম এই জাপানি। ১৯৮৮ সালে এই স্টুডিও থেকে তিনি নির্মাণ করেছিলেন ‘মাই নেইবর টটোরো’ শিরোনামের একটি টুডি এনিমেশন ছবি। সিনেমাটি এবার প্রথমবারের মতো চীনের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।


আরও পড়ুন :  ১৫ বছর পর বড় পর্দায় অপি করিম


এনিমেশন ইতিহাসের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘মাই নেইবর টটোরো’। ছবিটির ৩০তম বর্ষপূর্তিতে ১৪ ডিসেম্বর চীনের দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন।

চীনে ‘মাই নেইবর টটোরো’ ছবিটি দেখানোর জন্য ডিজিটালে বদলে নেয়া হয়েছে। সেই সঙ্গে এতে যুক্ত করা হয়েছে চাইনিজ ভাষাও। মূল ছবিটি অবশ্য জাপানি ভাষায় নির্মাণ করা হয়েছিল। চীনা মুভি ওয়েবসাইট এমটাইম জানাচ্ছে, দেশটির পরিবেশকরা ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী।

বিজ্ঞাপন

‘মাই নেইবর টটোরো’ ছবিটি একজন জাপানী অধ্যাপকের দুই কন্যার গল্প নিয়ে বানানো। ইসাও তাকাহাতার আরেক ক্লাসিক এনিমেশন ‘গ্র্যাভ অফ দ্যা ফায়ারফ্লাইস’-এর সঙ্গে মুক্তি পেয়েছিল এই ছবি।

‘মাই নেইবর টটোরো’ উত্তর আমেরিকায় ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে। সেখানে ৮৭ মিলিয়ন ডলারের মতো ব্যবসা করে এই ছবি।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরও পড়ুন :  নিজেকে প্রস্তুত করে চীন গেলেন ঐশী


Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন