বিজ্ঞাপন

যৌন হেনস্তার কথা প্রকাশ্যে বলবেন না সানা!

March 14, 2019 | 12:13 pm

এন্টারটেইনমেন্ট  ডেস্ক ।।

বিজ্ঞাপন

কিছুদিন হলো বলিউডে ঝড়ের  মতো করেই শুরু হয়েছে #মিটু মুভমেন্ট। শুরুটা করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর একে একে অনেক অভিনেত্রীই নিজেদের যৌন হেনস্থার কথা প্রকাশ করেছেন। কিন্তু তাদের সেই দলে নাম লেখাতে রাজি নন বলিউডের হালের ক্রেজ ফাতিমা সানা শেখ। কারণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে বলতে একেবারেই রাজি নন এই অভিনেত্রী।


আরও পড়ুন :  বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হলো মঞ্চনাটক ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’


সম্প্রতি এক সাক্ষাতকারে ফতিমা বলেন, ‘আমি আমার জীবনের এই দিকটা নিয়ে প্রকাশ্যে আলোচনা করতে চাইনা। শুধুমাত্র যারা খুব কাছের তাদেরকেই বলতে পারি। কারণ যারা নিজেদের হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন তাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি মানুষের আলোচনায় বিচার শুরু হয়েছে। আমি চাই না, আমাকেও সবাই এভাবে বিচার করুক ।’

তবে ফাতিমা মনে করেন, অনেকে যৌন হেনস্থার কথা প্রকাশ্যে বলায়, লাভই হয়েছে। কারণ যারা মেয়েদের হেনস্থা করতেন, ক্ষমতার অপব্যাবহার করতেন, তারা এখন সতর্ক হয়ে গেছে। সবার সামনে মুখোশ খুলে যাওয়ার ভয়ে এ ধরণের অপরাধ অনেকটা কমেছে বলেও মনে করেন বলিউডের এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

বিদেশি পত্রিকা অবলম্বনে

সারাবাংলা/পিএম


আরও পড়ুন :  রবার্ট ব্রাউনিংয়ের কবিতা নিয়ে শর্টফিল্ম


আরও দেখুন :

জীবনানন্দ দাশকে নিয়ে ছবি বানাতে চাই, প্রযোজক পাচ্ছি না : তৌকির আহমেদ

বিজ্ঞাপন

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাসভুয়া তথ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার চেষ্টা! সব খবর...
বিজ্ঞাপন