বিজ্ঞাপন

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে এবার আ.লীগ নেতার মৃত্যু

March 19, 2019 | 9:57 am

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বিলাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু হয়েছে। বাঘাইছড়ি উপজেলায় ভোট কেন্দ্র থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে সন্ত্রাসাীদের গুলিতে সাতজনের মৃত্যুর পরদিনই এই ঘটনা ঘটলো।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আলীক্ষ্যং এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ ইকবাল জানিয়েছেন, ‘মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ বর্তমানে উপজেলা সদরে আছে। লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি নেওয়ার প্রস্তুতি চলছে।’

রাঙ্গামাটিতে গুলিতে নিহত ৭, দোষারোপের বৃত্তে আঞ্চলিক ৩ দল

বিজ্ঞাপন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়াও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) কে দায়ী করেছেন জেলা  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

তবে জনসংহতি সমিতির (জেএসএস) রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নীলোৎপল খীসা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখান করেছেন। তিনি বলেন, ‘আমরা এ ধরণের অপরাজনীতি করিনা। এ অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৮ মার্চ) জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্রের নির্বাচনি ও নিরাপত্তা কর্মকর্তারা উপজেলা সদরে ফেরার পথে তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হন ১৬ জন। আহত ১৪ জনকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সারাবাংলা/এসএমএন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন