বিজ্ঞাপন

‘সার্ভাইভিং ৭১’-এর প্রথম ঝলক আসবে ২৬ মার্চ

December 24, 2018 | 5:26 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

কখনো কাজ করেছেন ভিজ্যুয়াল ইফেক্টস টিমে, কখনো হয়েছেন প্রজেক্ট কো-অর্ডিনেটর। ওয়াহিদ ইবনে রেজা, এখন নিয়মিতই কাজ করছেন হলিউডের সিনেমায়। ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি।

সেই ওয়াহিদ ইবনে রেজা মহান মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ করছেন সিনেমা। তাও আবার অ্যানিমেটেড। ছবির নাম ‘সার্ভাইভিং ৭১’। ২০ ডিসেম্বর প্রকাশ পেয়েছে ছবিটির পোস্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্টার শেয়ার করেছেন ওয়াহিদ ইবনে রেজা নিজেই। সেখানে আরও জানানো হয়েছে নতুন বছর অর্থাৎ ২০১৯ সালের স্বাধীনতা দিবসে প্রকাশ হবে ছবিটির প্রথম ঝলক।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  নতুন নায়িকা আনছেন সালমান খান


ওয়াহিদ ইবনে রেজা জানিয়েছেন তার বাবা মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। তার বাবার জীবনের বাস্তব কিছু ঘটনা উঠে আসবে ছবিতে। মুক্তিযুদ্ধের সময় তার বাবা ময়মনসিংহের টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখান থেকে তাকে হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। মুক্তিযোদ্ধা রেজাউল করিম কৌশলে পালিয়ে আসেন, যোগ দেন যুদ্ধে। এটিই হবে ছবির মূল গল্প।

সারাবাংলা/পিএ/পিএম


আরও পড়ুন :

.   নানা আয়োজনে সঞ্জীব চৌধুরীর জন্মদিন

.   ‘আন্দাজ আপনা আপনা’ সিক্যুয়ালে রণবীর সিং

.   টেলি সামাদের শারীরিক অবস্থা স্থিতিশীল

.   দুই কীর্তিমানের প্রয়াণে এফডিসিতে শোকসভা


বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন