বিজ্ঞাপন

সুনির্দিষ্ট তথ্য নেই সিভিল এভিয়েশনের কাছে

March 12, 2018 | 5:47 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের ত্রিভুবনে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান।

সোমবার বিকেলে এক ব্রিফিংয়ে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেন, ‘ঘটনা তদন্তে এরইমধ্যে কমিটি করা হয়েছে। এ কমিটি মঙ্গলবার নেপাল যাবে।’

বিজ্ঞাপন

নেপালে বাংলাদেশ দূতাবাসের হটলাইন

তিনি জানান, একজন চিকিৎসকসহ তিন সদস্যের টিম তৈরি আছে। ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট খুলে দিলেই তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে কাজ শুরু করবেন।

‘বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে আমার কথা হয়েছে। যে কোনো সহযোগিতার জন্য তারা প্রস্তুত আছেন’ বলেন এভিয়েশন চেয়ারম্যান।

বিজ্ঞাপন

ইউএস বাংলার ওই বিমানটি ঢাকা থেকে ১২টা ৫২ মিনিটে নেপালের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর আড়াইটায় অবতরণের সময় সেটি দুর্ঘটনায় পড়ে।

সারাবাংলা/জেএ/একে

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন