বিজ্ঞাপন

৯ বাংলাদেশি বেঁচে আছেন, নিহত ২৪

March 12, 2018 | 10:35 pm

ঢাকা: কাঠমাণ্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তে মোট ৬৭ যাত্রীর মধ্যে নিহত হয়েছেন ৫০ জন। জীবিত ১৭ জনের মধ্যে ৯ জন রয়েছেন বাংলাদেশি নাগরিক।  মোট চার জন ক্রুর মধ্যে পাইলটসহ দুই জন বেঁচে আছেন, নিহত হয়েছেন কো-পাইলটসহ দুই জন।

বিজ্ঞাপন

যাত্রীদের মধ্যে যারা জীবিত রয়েছেন তারা হচ্ছেন- ইমরানা কবির হাসি, শাহরিন আহমেদ, মেহেদী হাসান, মো. কবির হোসেন, আয়মুন্নাহার অ্যানি, সৈয়দা কামরুন্নাহার,  রেজওয়ানুল হক, শেখ রাশেদ রুবায়েত ও মো. শাহীন ব্যাপরি।

নিহত বাংলাদেশিরা হচ্ছেন-  প্রিয়ক, তামারা প্রিয়ন্ময়ী, মো. হাসান ইমাম, হুরুন নাহার বেগম, মো. নজরুল ইসলাম, আখতারা বেগম, বিলকিস আরা, ফয়সাল আহমেদ, আলিফুজ্জামান, ইয়কুব আলী, মিনহাজ বিন নাসির, আঁখি মনি, এস এম মাহমুদুর রহমান, মতিউর রহমান, নুরুজ জামান, রকিবুল হাসান, মো. রফিক-্উজ জামান, সানজিদা হক, অনিরুদ্ধ জামান, তানভিন তাহিরা, রেজওয়ানুল হক, পিয়াস রায়, নাজিয়া আফরিন চৌধুরী ও উম্মে সালমা।

ক্রুদের মধ্যে কো-পাইলট পৃথুলা রশিদ ও খাজা হোসেন নিহত হয়েছেন। পাইলট (ক্যাপ্টেন) আবিদ সুলতান ও অপর ক্রু মেম্বার কে এইচ এম শফি বেঁচে আছেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সবশেষ  ফেসবুক স্ট্যাটাসে এসব তথ্য দিয়েছেন।

তিনি লিখেছেন- আহতদের সঙ্গে দূতাবাসের কর্মকর্তারা দেখা করেছেন। উড়োজাহাজের পাইলট (ক্যাপ্টেন) আবিদ সুলতান নরভিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরও পড়ুন: 

নেপালে ইউএস-বাংলা বিধ্বস্তে নিহত অন্তত ৫০

দুই প্রধানমন্ত্রীর ফোনালাপ, সাহায্য পাঠাতে চাইলেন শেখ হাসিনা
এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দর ছিল ত্রিভুবন
কন্ট্রোলরুমের ভুলের কারণে দুর্ঘটনা: ইউএস-বাংলা
পাইলটের ভুলেই দুর্ঘটনা, দাবি নেপাল কর্তৃপক্ষের
বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন বৈশাখী টিভির সাংবাদিক ফয়সাল
বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনা, যেভাবে বিধ্বস্ত হয় উড়োজাহাজ
কাঠমাণ্ডু মেডিকেল কলেজে ভর্তি আহতদের তালিকা
ত্রিভুবনে ইউএস-বাংলা বিধ্বস্তে নিহত ৪০, হাসপাতালে ২৫
ইউএস-বাংলার বিধ্বস্ত ফ্লাইটের যাত্রীদের নাম
খোঁজ নেই যাত্রীদের, উদ্বিগ্ন স্বজনরা
কর্তৃপক্ষ চাইলেই নেপালে যাবে প্রতিনিধি দল
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক
তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ জানা যাবে : ত্রাণমন্ত্রী
সুনির্দিষ্ট তথ্য নেই সিভিল এভিয়েশনের কাছে
নেপালে বাংলাদেশ দূতাবাসের হটলাইন
ত্রিভুবনে ইউএস-বাংলা বিধ্বস্তে নিহত ৪০, হাসপাতালে ২৫

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন