বিজ্ঞাপন

‌‘বিসর্জন’ ব্যর্থতায় অনিশ্চিত ‘বিজয়া’

January 13, 2019 | 6:00 pm

।। এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকাই ছবির বছর শুরু হয়েছিল আমদানিকৃত ছবি দেখানোর মাধ্যমে। গেল শুক্রবার (৪ জানুয়ারি) দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‌‘বিসর্জন’। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবিটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সেকারণে এ ছবিটি ঘিরে আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ভালোকিছুর প্রত্যাশা করেছিলেন। শুধু তাই নয়, জানুয়ারিতেই মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছিল ছবির দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি ‘বিজয়া’র।

তবে আপাতত সে গুড়ে বালি বলা যায়। যে প্রত্যাশা নিয়ে পশ্চিমবাংলার ব্যবসা সফল ‘বিসর্জন’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল, সেটি পূরণ হয়নি। সিনেপ্লেক্স ছাড়া কোনো সিনেমা হলে দর্শক টানতে পারেনি ছবিটি। আর সেজন্য জানুয়ারিতে মুক্তি পাচ্ছে না ‘বিসর্জন’ এর সিক্যুয়াল ‘বিজয়া’।

সারাবাংলাকে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী “বিসর্জন” চলেনি। শুধুমাত্র বসুন্ধরা সিনেপ্লেক্স আর চট্টগ্রাম সিনেপ্লেক্সে (সিলভার স্ক্রিন) ছবিটি দ্বিতীয় সপ্তাহ চলছে। বাকি সব সিনেমা হল থেকে নামিয়ে ফেলা হয়েছে। সেজন্য “বিজয়া”র মুক্তি দিতে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে।’

বিজ্ঞাপন

‘বিজয়া’র সম্ভাব্য মুক্তির তারিখ জানতে চাইলে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে ইফতেখার উদ্দিন জানান, ‘যেহেতু “বিসর্জন” মানুষ দেখেনি সেহেতু এখনই “বিজয়া” মুক্তি দিতে চাইছিনা। পশ্চিমবাংলাতেও “বিজয়া” ছবিটি ‘‘বিসর্জন’’-এর মতো চলেনি।’

নওশাদ আরও বলেন, ‘খুব কম দামে আমি “বিসর্জন” আমদানি করেছিলাম। কিন্তু “বিজয়া” আমদানি নিয়ে পরিচালকের সঙ্গে বসতে হবে। নতুন করে আলোচনা করতে হবে।’

‘বিসর্জন’ ২০১৭ সালের ১৪ এপ্রিল মুক্তি পেয়েছিল। অন্যদিকে ‘বিজয়া’ মুক্তি পেয়েছে এ বছরের ৪ জানুয়ারি। এতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন আবির চ্যাটার্জী, কৌশিক গাঙ্গুলি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

Tags: , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন