বিজ্ঞাপন

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত   

January 18, 2018 | 2:37 pm

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) অগ্নি-৫ এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেশটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

এ ক্ষেপণাস্ত্রটি পাঁচ হাজার মিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম। পরীক্ষাটি চালানো হয়েছে ভারতের উড়িষ্যা উপকূলের আবুল কালাম দ্বীপ থেকে।

বিজ্ঞাপন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারামান গণমাধ্যমকে ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভারত অগ্নি-৫ এর সর্বশেষ পরীক্ষা চালিয়েছিল ২০১৬ সালের, ২৬ ডিসেম্বর। ভারত অগ্নি-৫ এর প্রথম পরীক্ষা চালিয়েছিল ২০১২ সালের, ১৯ এপ্রিল। দ্বিতীয় পরীক্ষা চালিয়েছিল ১৫ সেপ্টেম্বর, ২০১৩ ও তৃতীয় পরীক্ষা চালিয়েছিল ৩১ জানুয়ারি, ২০১৫ সালে।

সারাবাংলা/টিএম/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন