বিজ্ঞাপন

অনিশ্চিত ‘মাতাল’

August 19, 2018 | 3:47 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঈদুল আজহায় মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছিল ‘মাতাল’ সিনেমা সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির পোস্টারও। কিন্তু ছবিটি এখনও পায়নি সেন্সর ছাড়পত্র। ফলে ঈদে ছবিটির মুক্তি অনিশ্চয়তার মুখে পড়েছে। এ নিয়ে মুখও খুলতে চাইছেন না ‘মাতাল’ সিনেমা সংশ্লিষ্টরা।

ছবির পরিচালক শাহীন সুমন। তিনি এড়িয়ে যাচ্ছেন মুক্তির প্রসঙ্গ। তবে তার সঙ্গে কথা বলে বোঝা গেল শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি এবং প্রযোজক। শাহীন সুমন জানান, ‘একটু ঝামেলা আছে। এ বিষয়ে পরে জানাতে পারব।’


আরও পড়ুন :  ‘আমি বরাবরই মানের দিক থেকে সচেতন’


পরিচালকের এমন মন্তব্যেই বোঝা যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চেষ্টা ব্যর্থ হলে ঈদুল আজহায় আর মুক্তি পাবে না মাতাল। সিনেমার নায়ক সায়মন সাদিক। তিনিও নিশ্চিত করতে পারলেন না বিষয়টি। ঈদে মাতাল মুক্তি পাচ্ছে কি না, জানতে চাইলে তিনি পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

মাতাল ছবিটি ঈদে মুক্তি পাবে কিনা তা নিয়ে ছবির নায়ক সায়মনের সংশয় ছিল বেশ আগে থেকেই। তার কথাতেই পাওয়া গিয়েছিল সেই আভাস। গত ১৫ আগস্ট সায়মন সাদিক তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘অনেকে আমাকে প্রশ্ন করছেন, আমি কেনো শুধু ‘জান্নাত’ এর প্রচার করছি, ‘মাতাল’ কি আপনার ছবি না! আমি বলি অবশ্যই আমার ছবি, আমার প্রাণ। প্রশ্ন হচ্ছে আমি কেনো ‘মাতাল’ এর প্রচার করছি না? করিনি এই কারনে যে, শরীফ (ছবির প্রযোজক) আমাকে কাল পর্যন্ত পরিস্কার করে একবারও বলেনি যে সে ছবিটি মুক্তি দেবে।’

তবে ১৫ আগস্টের পরে প্রযোজকের মনে হয়েছে ছবিটি তিনি মুক্তি দেবেন। সায়মনকে মাতাল সিনেমার প্রচারের জন্য বলেছেন তিনি। কিন্তু তারপরও ঝামেলা কিছু রয়েই গেছে।

সেন্সর বোর্ডের ঈদের শেষ কর্মদিবস পর্যন্ত মাতাল ছবিটি দেখার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সেন্সর বোর্ডের সচিব।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/পিএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন