বিজ্ঞাপন

অবসরের আগে আজীবন সম্মাননা

April 17, 2018 | 1:00 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

১৯৬০ সালে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্র সিং দেওল। ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ নামের ওই ছবির পর তিনি অভিনয় করেছেন আরও তিনশ সাতটি সিনেমায়। এরমধ্যে প্রযোজক হিসেবে নির্মাণ করেছেন ছয়টি ছবি। ৮২ বছরের জীবনে ৫৭ বছরই তিনি ব্যয় করেছেন অভিনয়ে। চলচ্চিত্রে এই অসামান্য জার্নির জন্য সম্মানিত হচ্ছেন ধর্মেন্দ্র। পাচ্ছেন আজীবন সম্মাননা।

মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে রাজ কাপুর আজীবন সম্মাননা পুরস্কার দেয়া হচ্ছে হিন্দি সিনেমার অনত্যম সেরা এই অভিনেতাকে। শুধু ধর্মেন্দ্রই নন এই পুরস্কার দেওয়া হচ্ছে সিনেমা নির্মাতা রাজকুমার হিরানিকেও। বলিউডের এই দুই তারকা ছাড়াও পুরস্কার পাচ্ছেন মারাঠি অভিনেতা বিজয় চৌহান।

বয়স হলেও এখনো অভিনয় করে যাচ্ছেন ধর্মেন্দ্র। কদিন বাদেই মুক্তি পাবে তার ‘যমলা পাগলা দিওয়ানা ফির সে’ ছবিটি। এতে ধর্মেন্দ্র’র সঙ্গে তার দুই ছেলে ববি দেওল আর সানি দেওল’ও অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে, এই ছবিটির পরই অভিনয় থেকে আনুষ্ঠানিক ভাবে অবসরে যাবেন হিন্দি সিনেমার কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন