বিজ্ঞাপন

অলিম্পিকে এক পতাকাতলে দুই কোরিয়া

January 18, 2018 | 10:37 am

আন্তর্জাতিক ডেস্ক

বিজ্ঞাপন

আগামী ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে একই পতাকাতলে পদযাত্রা করবে দুই কোরিয়া। আসরে নারীদের আইস হকি প্রতিযোগিতায় দুই কোরিয়ার যৌথভাবে একটি দল খেলবে।  এই বিষয়ে দুই দেশের কর্মকর্তারা বুধবার একমত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

সর্বশেষ দুই কোরিয়া ১৯৯১ সালে আন্তর্জাতিক টেবিল টেনিস প্রতিযোগিতায় এক সঙ্গে অংশগ্রহণ করেছিল।

চির বৈরী উত্তর ও দক্ষিণ কোরিয়ার গত এক দশকে এটি সবচেয়ে নাটকীয় পুনর্মিলন বলে দাবি করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি দক্ষিণ কোরিয়ার পায়োংচাংয়ে এবারের শীতকালীন অলিম্পিক আসর শুরু হবে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। দক্ষিণ কোরিয়া আশা করছে অলিম্পিকে যৌথভাবে অংশ নেওয়ার মাধ্যমে সেই রাজনৈতিক অস্থিরতা কিছুটা হলেও কমবে।

সারাবাংলা/টিএম/এনএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন