বিজ্ঞাপন

অস্কার নিয়ে যত সমীকরণ

March 4, 2018 | 2:17 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

নব্বইতম অস্কারে সেরা সিনেমা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে নয়টি চলচ্চিত্র। যার মধ্যে ‘দ্য শেপ অফ ওয়াটার’ ১৩টি বিভাগে পেয়েছে মনোনয়ন। সমালোচক ও দর্শকদের আলোচনার তুঙ্গে রয়েছে ছবিটি। আলোচনায় আরো রয়েছে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজৌরি’ ও খ্রিস্টোফার নোলানের ‘ডানক্রিক’।

তবে এসব সিনেমাগুলোকে টেক্কা দিয়ে শীর্ষে উঠে এসেছে ‘লেডি বার্ড’ সিনেমার নাম। সমালোচকদের রেটিংয়ের ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে ছবিটি। বিবিসির জরিপে পাওয়া গেছে এই ফল।

তবে দর্শকদের রায়ে সাধারণ অবস্থানে আছে ‘লেডি বার্ড’। এমনকী সমালোচক ও দর্শকদের দেয়া পয়েন্টের ব্যবধানটাও অনেক।

বিজ্ঞাপন

অন্যদিকে ভিন্ন সমীকরণ দিচ্ছে মেটাক্রিটিক ওয়েবসাইট। সমালোচক ও দর্শকদের দেয়া রেটিং ও পয়েন্টে তৈরি হওয়া ফলাফল স্বাভাবিক মনে হবে সবার।

মেটাক্রিটিকের জরিপে সেরা সিনেমা হবে ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এডিং, মিজৌরি’। পরিচালক ‘গিয়ের্মো দেল তোরো’, অভিনেত্রী ‘ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড’, অভিনেতা ‘গ্যারি ওল্ডম্যান’।

তবে চূড়ান্ত ফলাফল জানা যাবে সোমবার (৫ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন