বিজ্ঞাপন

‘অ্যাটর্নি জেনারেলের পদ কি চিফ জাস্টিসের উপরে?’

March 21, 2018 | 1:53 pm

 

বিজ্ঞাপন

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম-এর পদ চিফ জাস্টিসের উপরে কি না?- তা জানতে চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২১ মার্চ) নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কাছে এ প্রশ্ন করেন তিনি।

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে প্রশ্ন করতে চাই, কীভাবে তিনি বলেন বেগম খালেদা জিয়া আর কারাগার থেকে বের হতে পারবেন না। তাহলে তার পদ কি চিফ জাস্টিসেরও উপরে? মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগকে কব্জায় রাখতে তাকে (অ্যাটর্নি জেনারেল) অসীম ক্ষমতা দিয়ে রেখেছেন।’

‘বিএনপির চেয়ারপারসনের জামিনের ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করছে না’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, “ওবায়দুল কাদেরের কথাতেই বোঝা যাচ্ছে ‘ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাইনি’র মতো ঘটনা। অর্থাৎ বেগম খালেদা জিয়ার জামিন স্থগিতে সরকার সরাসরি হস্তক্ষেপ করেছে।”

তিনি বলেন, ‘সারা দেশের জনগণ দৃঢ়ভাবে বিশ্বাস করে বিএনপি চেয়ারপারসনের জনপ্রিয়তাই শেখ হাসনার প্রতিহিংসার কারণ, অন্য কিছুই নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এ মুহূর্তে যদি নির্বাচন হয় এবং সে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজে দিতে পারে তাহলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।’

বিজ্ঞাপন

‘আদালত জামিন দিলেও বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন না’- আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘এসব বক্তব্য থেকেই প্রমাণ হয় বেগম খালেদা জিয়াকে বন্দি রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা সাজানো মামলায় দণ্ড দেওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নির্দেশেই।’

‘সরকার মুক্তিপণ আদায় করার জন্যই বেগম জিয়াকে এক  ধুলিধূসরিত স্যাঁতসেতে পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছে। একতরফা নির্বাচন বিপদমুক্ত করতে বিএনপির চেয়ারপারসনকে নির্বাচনের বাইরে রাখার জন্যই সরকার এক নির্দয় ষড়যন্ত্রের অংশ হিসেবে তার ওপর চাপ প্রয়োগ করে নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে’- অভিযোগ রিজভীর।

‘খালেদা জিয়ার সাজা বাড়ানোর জন্য আপিল করবে দুদুক’- দুদকের আইনজীবীর এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘দুদক হচ্ছে রাতকানা বাদুরের মতো। সরকারের এমপি মন্ত্রীরা দণ্ডিত হবার পরও দিব্যি পদে থেকে কাজ করছেন। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দুদক। অথচ বিরোধী দল পীড়নের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে কাজ করছে সরকারের এই তল্পিবাহক প্রতিষ্ঠানটি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাত, বিএনপির নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমঅাই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন