বিজ্ঞাপন

‘আজ ঊনিশে এপ্রিল’

April 19, 2018 | 8:19 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত সিনেমা ‘ঊনিশে এপ্রিল’। এটি সিনেমা প্রেমীদের ভালোলাগার সিনেমা। যারা দেখেছেন তাদের সবার মনেই কম বেশি দাগ কেটেছে ছবিটি। এতে বৃত্তের বাইরের গল্প শুনে প্রভাবিত হয়েছেন দর্শকরা। ১৯৯৪-এ মুক্তি পাওয়া সেই ছবি পেয়েছিল ভারতের জাতীয় পুরস্কারও। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

১৯ এপ্রিল এই বিশেষ দিনে প্রিয় পরিচালক ঋতুপর্ণকে স্মরণ করলেন প্রসেনজিৎ। ‘আজ ঋতুহীন ঊনিশে এপ্রিল’ লিখে টুইট করেছিলেন একজন। তারই উত্তরে প্রসেনজিৎ টুইট করেন, ‘ও সব সময় আমাদের সঙ্গে আছে। ওকে মনে করার জন্য ধন্যবাদ।’

প্রসেনজিৎয়ের সঙ্গে ঋতুপর্ণর সম্পর্ক ছিল বেশ বন্ধুত্বের। তাকে বদলে দেয়ার কৃতিত্বও তিনি ঋতুকে দিয়েছেন বহুবার। আজকেও তিনি টুইটারে অপর একটি প্রশ্নের জবাবে বলেছেন সেই কথা।

বিজ্ঞাপন

পশ্চিম বাংলার চলচ্চিত্রে মেধাবী নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ১৯৯২ সালে ‘হীরের আংটি’ ছবিটি দিয়ে বাংলা সিনেমায় প্রবেশ করেন। সিনেমার জন্য বারবার ভারতের জাতীয় পুরস্কার পান ঋতুপর্ণ। ২০১৩ সালের ৩০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান এই পরিচালকের।

সারাবাংলা/টিএস 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন