বিজ্ঞাপন

আদালতে খারিজ প্রীতির অভিযোগ

October 10, 2018 | 10:10 pm

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বিজ্ঞাপন

সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন প্রীতি জিনতা। সেই অভিযোগ খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। বুধবার বিচারপতি রঞ্জিত মোরে ও বিচারপতি ভারতী ডাংরের আদালত এই রায় দিয়েছে।


আরও পড়ুন :  দোষীদের শাস্তি চাইলেন ঐশ্বরিয়া


প্রীতির অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ৩০ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব খেলার সময় ঘটনাটি ঘটে। সেই সময় প্রীতি ও নেস দুজনেই কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ছিলেন। সে সময় নাকি ম্যাচ চলাকালীন টিকিট বন্টন নিয়ে দলের এক কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেন নেস ওয়াদিয়া। তখন প্রীতি তাকে শান্ত হতে বললে নেস শ্লীলতাহানি করেন।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের ১৩ জুন নেস ওয়াদিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৫০৪, ৫০৬ ও ৫০৯ নম্বর ধারায় শ্লীলতাহানির অভিযোগে মামলা রুজু হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। তখনি আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

বিজ্ঞাপন

এরপর আদালতের কছে মামলা প্রত্যাহারের আবেদন জানান নেস। এরই ধারাবাহিকতায় বিচারপতি মোরে ও বিচারপতি ডাংরের ডিভিশন বেঞ্চ প্রীতি ও নেস দুপক্ষকেই মামলা আদালতের বাইরে মিটিয়ে নেওয়ার উপদেশ দেন। সেই সঙ্গে মামলাটি কাগজে কলমে খারিজ করে দেন।

সারাবাংলা/টিএস


আরও পড়ুন :

বছরের সেরা শিল্পী ‘টেইলর সুইফট’

২২ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘সনাতন গল্প’

সোনমকে জবাব দিলেন কঙ্গনা

দেবলীনা’র রবীন্দ্রসংগীতের অ্যালবাম

শ্রীলংকায় পুরস্কৃত ‘কমলা রকেট’


আরো দেখুন :

সারাবাংলা’য় আড্ডা। অতিথি : সংগীতশিল্পী তপু। উপস্থাপনা : পলাশ মাহবুব

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন