বিজ্ঞাপন

আনচেলত্তির কাঁধে এবার নাপোলি

May 24, 2018 | 1:31 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইতালিয়ান জায়ান্ট নাপোলির কোচ হলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে নাপোলি। চেলসি, রিয়াল মাদ্রিদ, পিএসজির সাবেক কোচ ৫৮ বছর বয়সী আনচেলত্তি দীর্ঘ দিন ধরেই চাকরি খুঁজছিলেন। এবার নিজ দেশেই পেয়ে গেলেন কাজ করার দারুণ সুযোগ।

সদ্যই শেষ হওয়া সিরি আ’তে নাপোলি দ্বিতীয় স্থান নিয়ে শেষ করেছে। জুভেন্টাস চ্যাম্পিয়ন হয়। মাউরিজিও সারিকে নাপোলি বরখাস্ত করার পর তার স্থলাভিষিক্ত হলেন আনচেলত্তি। এর আগেও তিনি ইতালিয়ান ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন। এসি মিলানের কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিলেন তিনি।

২০১৬-১৭ মৌসুমের শুরুতে বায়ার্ন মিউনিখের কোচের পদ থেকে বরখাস্ত হয়ে বসেছিলেন আনচেলত্তি। ক্লাব ফুটবলে রেগাইনা, পার্মা, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, পিএসজি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

এসি মিলানকে সিরি আ, কোপা ইটালিয়া, সুপারকোপা ইটালিয়ানা, দুইবার চ্যাম্পিয়ন্স লিগ, দুইবার উয়েফা সুপার কাপ, একবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন আনচেলত্তি। চেলসির দায়িত্ব পালনকালে জিতেছিলেন লিগ শিরোপা, এফ এ কাপ আর এফএ কমিউনিটি শিল্ড শিরোপা। পিএসজিকে জিতিয়েছিলেন লিগ ওয়ানের শিরোপা। রিয়াল মাদ্রিদকে পাইয়ে দিয়েছিলেন কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা। সবশেষ বায়ার্নকে জিতিয়েছিলেন বুন্দেসলিগার শিরোপা আর ডিএফএল সুপারকাপের শিরোপা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন