বিজ্ঞাপন

‘আন্দোলন তীব্র হবে’

March 23, 2018 | 1:04 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির চলমান আন্দোলন তীব্র হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৩ মার্চ) সকালে নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করে সরকার যে এক ভয়ানক ফন্দি আঁটছে, সেটা এখন দেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে তাকে (খালেদা) মুক্ত করা। আমরা সেটিকেই সব চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে নির্বাচন আদায় করব।’

বিজ্ঞাপন

খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন,  ‘বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। তাকে বাইরে রেখে ভোটের যে ষড়যন্ত্র চলছে তা কখনো সফল হবে না।’

রিজভী বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে যে আন্দোলন গড়ে উঠেছে তাতে ভীত হয়ে সরকার তাকে জেলে আটকে রেখেছে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের প্রিয় নেত্রীকে মুক্ত করে আনবে। খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’

‘সরকার ষড়যন্ত্রের মাধ্যমে সাজা দিয়ে বেগম খালেদা জিয়া বন্দি করার পর এখন তার জামিন বিলম্ব করার চেষ্টা করছে। তাকে বন্দি করার পর আরও চারটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অনেকবার চেষ্টা করেও আইনজীবরা ওকালতনামায় খালেদা জিয়ার সই নিতে পারেননি। কারা কর্তৃপক্ষের অনুমতি না পেয়ে আইনজীবীরা ফিরে এসেছেন। ফলে এসব মামলায় আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না’— জানান রিজভী।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মামলায় একের পর এক হস্তক্ষেপ করে সরকার যে নোংরা খেলা খেলছে, তা দেখে গোটা জাতি শুধু বিস্মিত নয় ঘৃণায় ধিক্কার জানাচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন