বিজ্ঞাপন

আপিলের প্রস্তুতি বৈঠকে বিএনপিপন্থী আইনজীবীরা

February 19, 2018 | 9:21 pm

স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিতে বৈঠকে বসেছেন বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা।

সোমবার রাতে ধানমন্ডিতে সিনিয়র আইনজীবী এ.জে মোহাম্মদ আলীর চেম্বারে এই বৈঠক শুরু হয়। ব্যারিস্টার এহসানুর রহমান সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৈঠকে পরবর্তী পদক্ষেপ কেমন হবে সে সিদ্ধান্ত নেওয়া হবে ।

বিজ্ঞাপন

আপিল প্রস্তুতি বৈঠকে জয়নুল আবেদীন, মাহাবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, কায়সার কামাল, মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত আছেন।

এর আগে বিকেলে ঢাকা বিশেষ জজ-৫ আদালতের বিচারক মো. আখতারুজ্জামানের আদালত থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের সার্টিফায়েড কপি দেওয়া হয়।

বিজ্ঞাপন

রায়ের কপি হাতে পাওয়ার পরে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানিয়েছিলেন, আপিলের সব ধরনের প্রস্ততি তাদের নেওয়া আছে। রাতে রায় পড়ে মঙ্গলবারই আপিল ফাইল করা হবে।

এদিকে, বিএনপিপন্থী আরেক আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল সারাবাংলাকে জানান, রায় পড়ে গ্রাউন্ড ঠিক করতে হবে। এরপরই নির্দিষ্ট শাখায় আপিল দায়ের করা হবে।

তবে সুপ্রিমকোর্টের কার্যতালিকায় শুনানির জন্য মামলাটির নম্বর পড়লে তারা একই সাথে জামিন আবেদনের শুনানি করবেন। তবে বুধবার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার নাগাদ শুনানি হতে পারে।

তিনি জানান, তাদের পছন্দের হাইকোর্ট বেঞ্চেই তারা শুনানি করতে চান। তবে মামলাটি দুর্নীতি দমন কমিশনের হওয়ায় নিদিষ্ট তিনটি বেঞ্চেই মামলার শুনানি করতে হবে।

বিজ্ঞাপন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজা মাথায় নিয়ে গত ১২ দিন ধরে কারাবাসে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রায়ের পরের কর্মদিবস থেকেই এই রায়ের সার্টিফায়েড কপি পেতে দৌড়ঝাঁপ শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সারাবাংলা/এডেজকে/এটি

কাল খালেদা জিয়ার আপিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন