বিজ্ঞাপন

আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে বিএনপির প্রতিনিধি দল

April 22, 2018 | 12:01 pm

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা:  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও সমাবেশের অনুমতির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে সচিবালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

রোববার (২২ এপ্রিল) সকাল ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে কথা বলেন তারা। সে সময় আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা করা হোক এ দাবি আমরা জানিয়েছি। বলেছি, তার দুই পায়ে রড বসানো এবং তার ডায়াবেটিস, চোখ ও নিউরোলোজিসহ নানা ধরণের সমস্যা রয়েছে। ফলে তার চিকিৎসা উপযুক্ত স্থানে করাতে হবে।

বিজ্ঞাপন

এর আগে ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করানো হতো জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতেন, সেখানকার চিকিৎসকদের ওপর তার আস্থা রয়েছে। আমরা বলেছি ইউনাইটেড হাসপাতালে যেন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইজি প্রিজনকে ডেকে এনেছিলেন। আইজি প্রিজনকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেখানে ভালো চিকিৎসা হবে সেখানেই তার চিকিৎসা করানো হোক।

নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার ফিজিও থেরাপির প্রয়োজন, এই ফিজিও থেরাপি যেনতেনভাবে দিলে হবে না। বিশেষজ্ঞ দিয়ে থেরাপি দিতে হবে। তিনি আরও বলেন, আমরা আরও বলেছি, খালেদা জিয়ার মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনে যেন কোনো বাধা দেওয়া না হয়।

বিজ্ঞাপন

আগামী ২৫ তারিখে জাতীয় প্রেসক্লাব অথবা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হবে এবং ১ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিকদল সমাবেশ করবে। সমাবেশের অনুমতির ব্যাপারে যেন কোনো সমস্যা না হয় সে ব্যাপারেও ওনাকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীও আমাদের ইতিবাচক সাড়া দিয়েছেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া কাগারের যে জায়গাটিতে অাছেন সেখান থেকে নামতে পারেন না। আমরা বলেছি, তার নিকট আত্মীয়দের মধ্যে যারা নারী আছেন, তাদের যেন দোতলায় গিয়ে দেখা করার সুযোগ করে দেওয়া হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপির দুই জন নেতা আমার সঙ্গে দেখা করতে আসেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত। ওনার ডায়াবেটিসসহ নানা সমস্যা রয়েছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা ওনার পরীক্ষ-নিরীক্ষা করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতৃবৃন্দ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন ওই সব ডাক্তারদের পরামর্শ তারা নিতে চান। সে সমস্ত চিকিৎসকরা খালেদা জিয়াকে আগে থেকেই চিকিৎসা সেবা দিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, খালেদা জিয়ার এমআরই করাতে হবে। ওনার পায়ে যেহেতু মেটাল লাগানো রয়েছে, তাই এই এমঅারআইটি বিশেষ ব্যবস্থায় করাতে হবে। এই মেশিনটি ইউনাইটেড হাসপাতালে আছে। আমরা আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলাপ করে ব্যবস্থা নেব। তার চিকিৎসা যেখানে প্রয়োজন, সেখানেই করানো হবে।

তিনি আরও বলেন জেল কোড অনুযায়ী ওনার চিকিৎসার ব্যবস্থা করা হবে। আমরা আমাদের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেব।

২৫ এপ্রিল ও ১ মে বিএনপির সমাবেশের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই সবার কর্মসূচি পালন করবে। কোনো পলিটিকাল পার্টি এমন কিছু করবে না, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়। তিনি বলেন, আমি বলেছি এ ব্যাপারে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করতে।

এ ছাড়া খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে প্যারোলে মুক্তি দেওয়া যায় কি-না এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছু জেল কোড অনুযায়ী হবে।

সারাবাংলা/এইচএ/এমআই

সমাবেশের অনুমতি পুলিশ কমিশনারের বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন