বিজ্ঞাপন

‘নেপালে প্রশ্ন করেছিলাম আপনাদের বিমানবন্দর, কেন এই দুর্ঘটনা?’

March 22, 2018 | 5:59 pm

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

বিজ্ঞাপন

ঢাকা : নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনার দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘দুর্ঘটনা ঘটার পরই আমরা নেপালে গিয়েছিলাম। ওখানে আমি নেপালের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাবাহিনী প্রধানের সঙ্গে কথা বলেছিলাম। নেপালের প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম আপনাদের বিমানবন্দর, কেন এই দুর্ঘটনা ঘটল? জবাবে নেপালের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা ব্ল্যাকবক্স উদ্ধার করেছি। তদন্ত কমিটি কাজ করছে। খুব শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে। তার আগে তো বলা যাবে না দায়ী কে?’

দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ গ্রহণকালে মন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কথা বলেন।

মন্ত্রী এ সময় আবেগতাড়িত হয়ে পড়েন। ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘গোটা জাতি আজ শোকস্তব্ধ। যারা আহত আছেন তাদের দিকে আমরা সার্বক্ষণিক নজর রাখছি। তাদের চিকিৎসা হচ্ছে। আমরা হাসপাতালে গিয়ে তাদের দেখে এসেছি।’

বিজ্ঞাপন

কান্না কণ্ঠে বিমানমন্ত্রী বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাসপাতালে গেছেন, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গেছেন। সাতজনকে দেশে এনে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুইজন সিঙ্গাপুরে ও একজন দিল্লিকে চিকিৎসাধীন আছেন। আজ আরও তিনজনর মরদেহ এলো।’

উড়োজাহাজের পাইলট আবিদ সুলতানার স্ত্রী আফসানা খানমের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে তাকে দেখে এসেছি। স্বামীর মৃত্যুর খবর তিনি সহ্য করতে পারেননি। ব্রেইন স্ট্রোক করেছন। আল্লাহ তার ভালো করুক।’

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন