বিজ্ঞাপন

‘নাটক একটি দুষ্টু চক্রে আটকে গেছে’

June 22, 2018 | 2:21 pm

রেজওয়ান সিদ্দিকী অর্ণ।।

বিজ্ঞাপন

মাসুদ সেজান জনপ্রিয় নাট্য নির্মাতা। তার নির্মিত নাটকের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। সারা বছর চ্যানেগুলোতে দেখানো হয় তার নাটক। এছাড়া তিনি ঈদের জন্য প্রতিবার একাধিক নাটক নির্মাণ করেন। তবে এবারের ঈদে তিনি একটি মাত্র নাটক বানিয়েছেন।

বাংলাভিশনে প্রচারিত হয়েছে মাসুদ সেজানের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চরিত্র স্বামী’। নাটকটিতে চঞ্চল চৌধুরী, তিশা, ডাঃ এজাজসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকটি প্রচারের পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন সেজান। এ প্রসঙ্গে সারাবাংলাকে তিনি  বলেন, ‘ভাঁড়ামি নাটকের মধ্যে একটি সুস্থধারার কাজ করেছি। সেজন্য হয়তো সবার প্রতিক্রিয়া ভালো পাচ্ছি। যারা দেখেছেন তারা বলেছেন, আমার নাটকটিতে কোনরকম ভাঁড়ামি ছিলো না।’

বিজ্ঞাপন

এদিকে এবার ঈদে একটি মাত্র নাটক নির্মাণের কারন জানতে চাইলে সেজান বলেন, ‘এখন চ্যানেলগুলো যে ধরনের নাটক প্রচার করছে সেগুলো আসলে মান বজায় রাখছে না। বিশেষ করে ঈদের নাটকগুলো। আমি এসব মানহীন নাটকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই একটি মাত্র নাটক নির্মাণ করেছি।’

নাটকের মান কমে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি আরও বলেন, ‘চ্যানেলগুলো নাটকের বাজেট কমিয়ে দিচ্ছে। তারা বিজ্ঞাপন এজেন্সির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেই কিছু অসাধু প্রযোজক এই সেক্টরে ঢুকে গেছে। কাজের পরিবেশ আগের মতো নেই। সব থেকে বড় কথা নির্মাতাদের ভেতর ঐক্য কমে গেছে। এভাবে চলতে থাকলে নাটকের ইন্ডাস্ট্রি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। নাটক একটি দুষ্টু চক্রে আটকে গেছে। একজন অন্যজনকে দোষারোপ করছে। সমাধানের জন্য কেউ এগিয়ে আসছে না।’

সারাবাংলা/আরএসও/টিএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন