বিজ্ঞাপন

‘আমাদের বিগ হিটার বাড়ছে’

May 23, 2018 | 7:15 pm

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

আফগানিস্তান সিরিজের আগে আকাশে-বাতাসে শুধু স্পিন-জুজু। রশিদ খান, মুজিব উর রেহমানদের কীভাবে সামলানো হবে, সেটা নিয়ে মোটামুটি প্রতিদিনই উত্তর দিতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে বাংলাদেশের শঙ্কার বড় জায়গা টি-টোয়েন্টির পাওয়ার হিটিং, সেটা কিছুটা চলে যাচ্ছে আড়ালে। তবে আরিফুল হক আশাবাদী, এই জায়গায় ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ।

আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্পে বুধবার (২৩ মে) নির্ধারিত অনুশীলন ছিল না। তবে বিশ্রামের দিন অনেকেই একাডেমিতে এসেছিলেন নিজেদের ঝালিয়ে নিতে। সেখানেই আরিফুল কথা বললেন। তার চোখে, নিয়মিত অনুশীলন করতে না পারার জন্য ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং সামর্থ্য বাড়ছে না, ‘আমাদের দেশে সেভাবে পাওয়ার হিটার নেই। তবে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। যখন একজন খেলোয়াড় জাতীয় দল থেকে বাদ পড়ে, অনেক সময়ই অনুশীলনের যথেষ্ট সুযোগ সুবিধা সে পায় না। এর জন্য তাদের আত্মবিশ্বাসও কমতে থাকে। যদি অনুশীলন সুবিধার উন্নতি করা যায়, আমাদের খেলোয়াড়দেরও স্ট্রোক মেকার হওয়ার সামর্থ্য আছে। ’

আরিফুল নিজেই অবশ্য এই ভরসার জায়গাটা হতে পারেন। বিপিএলে খুলনা টাইটাইনসের হয়ে নিজের বড় শট খেলার সামর্থ্য জানান দিয়েছিলেন। তবে বাংলাদেশের হয়ে দুইটি টি-টোয়েন্টিতে এখনও কিছু করতে পারেননি। আফগানিস্তান সিরিজে আরেকটা সুযোগ অবশ্য পেতে পারেন। বড় শট খেলার জন্য উইকেটের গুরুত্বটাও মনে করিয়ে দিলেন, ‘আইপিএলে ২০০ বা এর চেয়ে বেশি রান অনায়াসে হয়ে যায়। আমাদের এখানে কিন্তু তা হয় না। ১৫০-৬০ রান করলেই ডিফেন্ড করা যায়। আমার মনে হয় ভালো উইকেটে খেলা হলে বড় শটের আত্মবিশ্বাসও বাড়বে।’

বিজ্ঞাপন

তবে দেরাদুনে সবাই যেমন স্পিন-জুজুর কথা বলছে, আরিফুল সেরকম মনে করেন না, ‘আমি যতদূর জানি, দেরাদুনের উইকেটে ঘাস থাকবে, ব্যাটসম্যানদের জন্য তা ভালো হবে। সেটা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট যদি আমাকে কাজে লাগাতে চায়, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আর এমন নয় আমরা লেগ স্পিন আগে খেলিনি। রশিদ খান ও মুজিব এই উইকেটে খুব বেশি কার্যকর হবে বলেও মনে হয় না। আমাদের ব্যাটসম্যানদের জন্য দলীয় ভারসাম্যটা আমাদেরই বেশি। ওরা তো অতটা ভারসাম্যপূর্ণ নয়। তাদের বোলিং ভালো, ব্যাটিং অতটা নয়। আমার মনে হয়, আমরাই জিতব। ’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন