বিজ্ঞাপন

আরেকটি জয়ের জন্য তেতিয়ে বাংলাদেশ

March 18, 2019 | 8:11 pm

স্পোর্টস করেসপন্ডেন্ট

ঢাকাঃ কাতার ক্যাম্পে দশদিনের বিশেষ ট্রেনিং শেষ হবে দু’দিনেই। এর মাঝে রুটিন মাফিক অনুশীলনসহ খাদ্যাভাসে অভ্যস্ততার পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলছে বাংলাদেশের ফুটবলাররা। মঙ্গলবার (১৯ মার্চ) শেষ ম্যাচটা জিতেই বাহরাইনে এএফসি চ্যালেঞ্জে যেতে চায় সুফিল-রবিউল-আরিফুলরা।

তাই দলের সমন্বয়ে কাজ করে যাচ্ছেন দলের প্রধান কোচ জেমি ডে। সোমবার দুই ঘণ্টার অনুশীলন শেষে দুপুরে পুলে গা এলিয়ে নিজেদের তৈরি করেন অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ফুটবলাররা। রাতে টিম মিটিংয়ে দলের এই কয়দিনের পরিশ্রম ও সামনের ম্যাচের চ্যালেঞ্জ পর্যালোচনা করা হবে।

বিজ্ঞাপন

তবে, দলের সবাই জয় নিয়েই কাতার ক্যাম্প শেষ করতে প্রতিজ্ঞবদ্ধ। দলের তরুণ ফুটবলার ইয়াসিন আরাফাতের কথায়, ‘জেমি ডে আধুনিক ও কার্যকরী ফুটবল প্রশিক্ষণ দিচ্ছে আমাদেরকে। তার প্রশিক্ষণ আমাদের দলের সমন্বয় গড়তে দারুণভাবে কাজে লাগছে।’

ক্যাম্পে সর্বাধুনিক সুবিধা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন এই ফুটবলার।

প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হারিয়েছে কাতারের সর্বোচ্চ পেশাদার লিগের ক্লাব আল শাহানিয়াকে। দ্বিতীয় ম্যাচ আগামিকাল মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় ১০টায় মুখোমুখি হবে কাতারের এই পর্যায়ের আরেক ক্লাব আল-আরাবিয়ার বিপক্ষে।

বিজ্ঞাপন

এই ম্যাচেও জয় নিয়ে দেশের ফিরতে চান লাল-সবুজ জার্সিধারীরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন