বিজ্ঞাপন

আর্চারিতে বাংলাদেশের তিন ব্রোঞ্জ

February 25, 2019 | 8:35 pm

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকাঃ ৩য় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশের চার আর্চার।

বিজ্ঞাপন

আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নশিপের ৩য় দিনে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ০৬টি ইভেন্টের বোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হয়।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশের মো: রুমান সানা, ও দিয়া সিদ্দিকী যৌথভাবে ৫-১ সেট পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানের সানসেবে জাওরে ও কুজমিন আন্দ্রেকে হারিয়ে বোঞ্জ মেডেল নিশ্চিত করেন। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে দেশের শেখ সজিব ও সুস্মিতা বণিক যৌথভাবে ১৪৮-১৪৪ স্কোরের ব্যবধানে ইরাকের শেখান ওয়ালিদ হামিদ ও আল মাশাদানি ফাতিমাহ পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন।

অন্যদিকে কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের শেখ সজিব ১৪৩-১৪২ স্কোরের ব্যবধানে চাইনিজ তাইপের লিন চি উইকে পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন।

বিজ্ঞাপন

এছাড়া রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ভারতের চাংমাই বিশাল ৭-৩ সেট পয়েন্টের ব্যবধানে ইরানের শাবানি রেজাকে পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন। রিকার্ভ মহিলা একক ইভেন্টে ভারতের বারি কমালিকা ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ইরানের ঘাসেমি পারমিধাকে পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন। কম্পাউন্ড মহিলা এককে ভারতের পাওয়ার ইশা কেতন ১৪২-১৩৯ স্কোরের ব্যবধানে একই দেশের সঞ্চিতা তিওয়ারিকে পরাজিত করে বোঞ্জ মেডেল অর্জন করেন।

মঙ্গলবার ১০টি ইভেন্টের গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে:

কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ (বন্যা আক্তার, সুস্মিতা বণিক, শ্যামলি রায়) বনাম ভারতের (পাওয়ার ইশা কেতন, সঞ্চিতা তিওয়ারি) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (অসিম কুমার দাস, আবুল কাশেম মামুন, শেখ সজিব) বনাম ভারতের (চাহাল রিতিক, জওকার প্রথমেশ সমাধান, বিদ্যারথি চিরাগ) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ সকাল ১০টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ভারত (প্রগতি, জওকার প্রথমেশ সমাধান) বনাম জার্মানীর (হাইগেনাহস ক্রিস্টিনার , ট্রাচসেল মারসেল) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। কম্পাউন্ড মহিলা এককে ইভেন্টে ভারতের প্রগতি বনাম জার্মানীর হাইগেনাহস ক্রিস্টিনার মধ্যে সকাল ১১টা ১০ মিনিটে গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে ।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে চাইনিজ তাইপের শেন চেইচ লুন বনাম জার্মানীর লউবে মারকাসের মধ্যে সকাল সাড়ে ১১টায় গোল্ড মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভারত (বারি কমালিকা, কাউর আমানপ্রিত, রিধি) বনাম ইরানের (শোযামেহের শিভা, ঘাসেমি পারমিধা, আলিপুর নিলুফার) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ (মো: রুমান সানা, মো: তামিমুল ইসলাম. মোহাম্মদ হাকিম আহম্মেদ রুবেল ) বনাম ভারতের (চাংমাই বিশাল, চৌহান কারনি সিং, হুদা পরশ) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ দুপুর ১:৫৫ ঘটিকায় অনুষ্ঠিত হবে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ভারত ভারত (বারি কমালিকা , হুদা পরশ) বনাম ইরানের (আশারাফি সাদেঘ, শোযামেহের শিভা) মধ্যে গোল্ড মেডেল ম্যাচ দুপর ২টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে বাংলাদেশের দিয়া সিদ্দিকী বনাম ইরানের শোযামেহের শিভার মধ্যে আগামীকাল দুপুর ২টা ৪০ মিনিটে গোল্ড মেডেল ম্যাচে অনুষ্ঠিত হবে। রিকার্ভ পুরষ একক ইভেন্টে বাংলাদেশের রুমান সানা বনাম থাইল্যান্ডের থেপনা দেনচাই এর মধ্যে দুপুর ৩টায় গোল্ড মেডেল ম্যাচেটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আগামীকাল বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী মো: গোলাম দস্তগীর গাজী, (বীর প্রতিক) এম.পি ।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন