বিজ্ঞাপন

আর্সেনালের টানা দ্বিতীয় হার, দ্বিতীয় জয় চেলসি-টটেনহ্যামের

August 19, 2018 | 10:56 am

।। স্পোর্টস ডেস্ক ।।

বিজ্ঞাপন

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে হেরেছে আর্সেনাল। টানা দ্বিতীয় জয় পেয়েছে মাউরোসিও সারির চেলসি। উনাই এমেরির আর্সেনালকে চেলসি হারিয়েছে ৩-২ গোলের ব্যবধানে। দিনের অন্য ম্যাচে ফুলহ্যামকে ৩-১ গোলে হারায় গতবার তৃতীয় হওয়া হ্যারি কেইনদের টটেনহ্যাম হটস্পার। এবারের লিগে চেলসির মতো এটা টটেনহ্যামের টানা দ্বিতীয় জয়।

টানা দ্বিতীয় জয় পেয়েছে বোর্নমাউথও। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। এছাড়া উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। আর ২-১ গোলে এভারটন হারিয়েছে সাউদাম্পটনকে।

স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালের বিপক্ষে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় স্বাগতিক চেলসি। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। শেষ দিকে মার্কোস আলোনসোর গোলে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক কেপা আরিসাবালাগা এই ম্যাচে চেলসির গোলবার সামলেছেন।

বিজ্ঞাপন

ম্যাচের নবম মিনিটে পেদ্রোর গোলে লিড নেয় চেলসি। ২০ মিনিটের মাথায় ব্যবধান ২-০ করেন আলভারো মোরাতা। ৩৭ মিনিটের মাথায় ব্যবধান কমাতে গোল করেন আর্সেনালের তারকা আর্মেনিয়ার ফরোয়ার্ড হেনরিখ মিখিতারিয়ান। ৪১তম মিনিটে মিখিতারিয়ানের অ্যাসিস্ট থেকে সমতায় ফেরানো গোলটি করেন আর্সেনালের আরেক তারকা নাইজেরিয়ার মিডফিল্ডার আলেক্স আইওবি।

তবে, হার এড়াতে পারেনি গানাররা। ৮১তম মিনিটে ফের এগিয়ে যায় চেলসি, এবার গোলটি করেন আলোনসো। জয়সূচক গোলে অবদান আছে বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ডের। তার বাড়ানো বলে পিতর চেককে ফাঁকি দেন আলোনসো (৩-২)।

এদিকে, সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে এভারটনের হয়ে থিও ওয়ালকট আর রিচারলিসন গোল করেন। ম্যাচের ১৫তম মিনিটে গোল করেন ওয়ালকট, ৩১ মিনিটে অপর গোলটি করেন রিচারলিসন। আর সাউদাম্পটনের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৫৪তম মিনিটে। সেটি করেন ইনজিস।

বিজ্ঞাপন

ওয়েম্বলি স্টেডিয়ামে ফুলহ্যামের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে টটেনহ্যামের হয়ে গোল করেন ইংলিশ তারকা হ্যারি কেইন, ত্রিপিয়ার এবং লুকাস মৌরা। ফুলহ্যামের একমাত্র গোলদাতা মিত্রভিচ। ম্যাচের ৪৩ মিনিটের মাথায় মৌরার গোলে লিড নেয় টটেনহ্যাম, ৫২ মিনিটে মিত্রভিচের গোলে সমতায় ফেরে ফুলহ্যাম। ৭৪ মিনিটের মাথায় ত্রিপিয়ারের গোলে আবারো এগিয়ে যায় টটেনহ্যাম। আর ফুলহ্যামের কফিনে শেষ পেরেকটি ঠুঁকতে ম্যাচের ৭৭ মিনিটে গোল করেন রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোল করা হ্যারি কেইন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন