বিজ্ঞাপন

আশুলিয়ায় ফার্নিচার ফ্যাক্টরিতে আগুন, ৪০ কোটি টাকা ক্ষতি !

February 22, 2018 | 11:46 pm

 সারাবাংলা ডেস্ক

বিজ্ঞাপন

ঢাকা: সাভারের আশুলিয়ার বাইপাই এলাকার সন্দীপ মার্কেটের একটি ফার্নিচার ফ্যাক্টরিতে বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ফার্নিচার কোম্পানির মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছে।

‘লিগ্যাছি ফার্নিচার (প্রা.) লি.’ নামের ওই ফ্যাক্টরিতে ১২টা ৪০ মিনিটে মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়  ফ্যাক্টরিটির কর্মকর্তারা জানিয়েছেন।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই রাতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ৪ ঘণ্টা পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ফার্নিচার ফ্যাক্টরির যন্ত্রপাতি ও প্রস্তুত করা প্রায় ৭ হাজার পিস ফার্নিচার ভষ্মিভূত হয়। এতে করে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ।

বিজ্ঞাপন

ওই সূত্রে আরও জানা যায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৭০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এর ফলে ওই শ্রমিকদের  ওপর নির্ভরশীল প্রায় ৩ হাজার মানুষ অনিশ্চিত ভবিষ্যতে গিয়ে পড়েছে।

এদিকে ওই ফার্নিচার ফ্যাক্টরির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনার ফলে তারা অর্ধহারে-অনাহারে দিনাতিপাত করছেন।

সারাবাংলা/আইজেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন