বিজ্ঞাপন

আয়ারল্যান্ড সিরিজে মেয়েদের স্কোয়াড ঘোষণা

June 20, 2018 | 2:35 pm

সারাবাংলা ডেস্ক ।।

বিজ্ঞাপন

ক’দিন আগেই এশিয়া কাপ শিরোপা জিতে এসেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ২৮ জুন শুরু হবে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নেদারল্যান্ডসে যাবে বাংলাদেশ দল। দুটি আয়োজনকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ সদস্যের স্কোয়াড:

রুমানা আহমেদ, সালমা খাতুন, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, লিলি রানী বিশ্বাস, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা ও জাহানারা আলম।

বিজ্ঞাপন

এছাড়াও স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস সুমনা, সুরাইয়া আজমীন ছন্দা, মুর্শিদা খাতুন ও লতা মন্ডল।

আগামী ২৪ জুন সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে সালমা-রুমানারা। সিরিজ শেষে সেখান থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে সরাসরি নেদারল্যান্ডসে যাবে এশিয়ার চ্যাম্পিয়নরা।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন, এরপর ২৯ জুন দ্বিতীয় এবং ১ জুলাই শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপরই মেয়েরা রওনা করবে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন