বিজ্ঞাপন

‘ইজ অব ডুয়িং বিজনেস’ সূচকেও ভালো করবে দেশ: পরিকল্পনামন্ত্রী

February 15, 2019 | 7:49 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: ব্যবসার পরিবেশ উন্নয়ন সূচকেও (ইজ অব ডুয়িং বিজনেস) বাংলাদেশ আরও ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘অনেকেই বলেন ইজ অব ডুয়িং বিজনেসে আমাদের অবস্থান কঠিন বা ভালো নই। তবে আর যাই হোক বহুজাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড এখানে সুখেই আছে। ১০০ বছরের বেশি সময় ধরে তারা এখানে ব্যবসা করছে। তারা ভালোই আছে এবং আমাদের একজন হয়ে গেছে। আশা করছি ইজ অব ডুয়িং বিজনেস সূচকেও অন্যান্য ক্ষেত্রের মতো পুষিয়ে নিতে পারবো।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আয়োজিত ‘সেলিব্রেটিং দ্যা ট্রাডিশনস অব বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়। ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো নানা আয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বিশ্ব দরবারে আমাদের স্বকীয়তা বা নিজস্ব পরিচয় প্রতিষ্ঠা করা হবে। পরিচয় অবশ্যই ছিল, তবে আমাদের কাছে মনে হয়েছে এটি ছিল শ্যাওলা ঢাকা। আমরা চাচ্ছি সেই শ্যাওলা সরিয়ে নিজস্ব পরিচয় তুলে ধরতে। এটা আবেগের বিষয় নয়। আমরা বিশ্বাস করি এটা প্রয়োজন।’

বিজ্ঞাপন

মান্নান আরও বলেন, ‘একুশ শতকে বিশ্বে বাস করতে গেলে আমাদের পুনরায় মূল জায়গায় ফিরে যাওয়া প্রয়োজন। না হলে আমাদের যে অন্তর্নিহিত শক্তি, সাংস্কৃতিক বা অন্যভাবে হোক ব্যবহার করে আমরা আমাদের স্থান পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবো না। ব্যবসা-বাণিজ্য খেলাধূলাসহ সব ক্ষেত্রে আমাদের যে উল্লফন হচ্ছে, যে পথে আমরা চলছি গত ১০ বছর বিশেষ করে, আশা করি সামনের যাত্রা আরও সুন্দর ও মসৃণ হবে।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার নাছের এজাজ বিজয় বলেন, ‘আমাদের সংস্কৃতি বহির্বিশ্বের কাছে তুলে ধরতেই এ আয়োজন। কারণ এ ধরনের অনুষ্ঠানে বিদেশি অনেক অতিথি আসেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নানা সূচকে বাংলাদেশের উন্নতি বিশ্বব্যাপী প্রশংসিত। আমরা আশা করি সামনের দিনগুলোতে ইজ অব ডুয়িং বিজনেস সূচকে আরও উন্নতি ঘটবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইজ অব ডুয়িং বিজনেসে হচ্ছে ব্যবসা-বাণিজ্য সহজিকরণ সূচক। ১৯০টি দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। যে দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ যতো সহজ বা ভালো তালিকায় সে দেশ ততো এগিয়ে থাকে। বাংলাদেশকে এ তালিকায় ১০০ এর নিচে নামিয়ে আনার লক্ষ্য সরকারের।

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন