বিজ্ঞাপন

ইতালির নতুন প্রধানমন্ত্রীর শপথ

June 2, 2018 | 12:27 pm

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

বিজ্ঞাপন

অবশেষে অনিশ্চয়তার অবসান ঘটলো। ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন গুইসেপ কন্টে। গত ৪ মার্চ দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় তিন মাস পর শপথ নিলেন প্রধানমন্ত্রী।

রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের বাজেট ও অভিবাসন নীতির বিরোধী প্রথম সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন গুইসেপ কন্টে। শুক্রবার ইতালির স্থানীয় সময় বিকালে শপথ নেন আইনের এই অধ্যাপক।

এর আগে, গত মার্চে ইতালির জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ওই নির্বাচনে কন্টের ফাইভ স্টার পায় ৩২ শতাংশ ভোট, লীগ পায় ১৮ শতাংশ ভোট। এই দুই দল জোটবদ্ধ হয়ে কন্টেকে প্রধানমন্ত্রী করতে সম্মত হয়। পরে গত ২৮ মে মন্ত্রিসভা ঘোষণা করেন কন্টে। তবে ওই মন্ত্রিসভা নিয়ে দেশটির প্রেসিডেন্টের আপত্তির কারণে পিছিয়ে যায় সরকার গঠনের প্রক্রিয়া। পরে ৩১ মে নতুন মন্ত্রিসভার প্রস্তাব অনুমোদন করেন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইতালির গত কয়েক বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে সামাজিক-রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে ওঠে ফাইভ স্টার মুভমেন্ট। খুব অল্প সময়েই এটি জনপ্রিয় হয়ে ওঠে। আগের মেয়াদে জাতীয় নির্বাচনে অংশ নিলেও তাতে আশানুরূপ ফল পায়নি ফাইভ স্টার। এবারেও তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, তবে জোট হিসেবে সরকার গঠনের সুযোগ পেয়েছে।

এর ফলে এই প্রথমবারের মতো প্রথাবিরোধী কোনো রাজনৈতিক দল ইতালির সরকার গঠন করলো।

সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন