বিজ্ঞাপন

‘ইনক্রেডিবলস টু’ আসছে ঢাকায়

July 5, 2018 | 12:55 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর ফিরলেন ইনক্রেডিবলসরা। গত ১৫ জুন দ্বিতীয়বারের মতো পর্দায় এসেছেন তারা। মুক্তি পেয়েই দর্শকদের বিপুল সাড়া পেয়েছে ছবিটি। ২০ কোটি ডলার বাজেটের সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই আয় করেছে ৩৪ কোটি ডলারের বেশি। ২২ জুন ‘ইনক্রেডিবলস টু’ ছবিটি মুক্তি পায় ভারতে। মুক্তির মাত্র দুই দিনেই ছবিটি আয় করেছে ৪ কোটি রুপি। পিক্সার স্টুডিওর এখন পর্যন্ত প্রথম সপ্তাহের আয়ে সবচেয়ে এগিয়ে আছে ছবিটি। এরইমধ্যে আয়ের দিক থেকে দেশের মধ্যে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা সেরা ১০ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘দ্য ইনক্রেডিবলস ২’।

এত সফল ছবিটি এবার আসছে বাংলাদেশের দর্শকদের মাতাতে। শুক্রবার (৬ জুলাই) থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

কিংবদন্তি অ্যানিমেশন চলচ্চিত্র পরিচালক ব্র্যাড বার্ডের পরিচালনায় ছবিটির টিজার মুক্তির পরই ইউটিউবে ঝড় তোলে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা অ্যানিমেটেড টিজারের তালিকায় রয়েছে ‘দ্য ইনক্রেডিবলস টু’। মিস্টার ইনক্রেডিবল রয়েছেন ‘হোম ড্যাড’ এর ভুমিকায় এবং ছবিতে তাকে দেখা যাবে বাসার বিভিন্ন কাজ করতে। তিন সন্তান ভায়োলেট, ড্যাশ এবং জ্যাক-জ্যাকের দেখাশোনা করবে মিস্টার ইনক্রেডিবল। আর হেলেনকে দেখা যাবে ওয়ার্কিং মমের চরিত্রে। পৃথিবী রক্ষার দায়িত্বে থাকবেন তিনি।

বিজ্ঞাপন

‘ইনক্রেডিবলস’ হলো এক সুপারহিরো পরিবারের গল্প। যেখানে মা-বাবা আর তিন ছেলেমেয়ে, সবারই আছে অদ্ভুত, অবিশ্বাস্য সব ক্ষমতা। এসব ক্ষমতা কাজে লাগিয়ে দুষ্টুলোকদের শায়েস্তা করতে গিয়ে মজার সব কাণ্ড ঘটায় তারা। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রিডেবল’ শুধু ভক্তদের মনই জয় করেনি, সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ঘরে তুলে নিয়েছিল অস্কার পুরস্কার। তাই দ্বিতীয় ছবি নিয়ে সবার কৌতুহলটা একটু বেশিই।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন